খেলাধুলা

দর্শকহীন মাঠে হবে আইপিএলের খেলা!

করোনাভাইরাস পৃথিবীজুড়ে একটা স্থবিরতা এনে দিয়েছে। বন্ধ হয়ে গেছে সব খেলাধুলা। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগও (আইপিএল) মাঠে গড়ায়নি এখনো। যদিও ২৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল আইপিএলের।

এদিকে ভারতে করোনাভাইরাস ভয়াবহ আকার ধারণ করেছে। ফলে এখন খেলা মাঠে গড়ানোর কোনো লক্ষণ নেই। তাই আইপিএলের ভবিষ্যত এখনো অনিশ্চিত। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) চাইছে জুলাইতে হলেও আইপিএলের ১৩তম আসর আয়োজন করতে। সেক্ষেত্রে প্রয়োজনে খালি মাঠে খেলা চালাতে হলে, তাই করবে বিসিসিআই।

প্রতিবছর আইপিএলের জন্য এমন সময়সীমা নির্ধারণ করা হয় যাতে বিদেশি খেলোয়াড়রা এখানে অংশ নিতে পারে। এবার সে সুযোগ কমে গেছে। তবে জুলাই মাসে হলে কিছু খেলোয়াড় পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যদি শীতে আয়োজন করতে হয়, সেক্ষেত্রে বিভিন্ন দেশের ঘরোয়া লিগের সঙ্গে সূচির সঙ্গে মিলে যাবে আইপিএলের সময়। তাহলে বিদেশি খেলোয়াড় পাওয়ার সম্ভাবনা কমে যাবে।

তাই জুলাইতে আইপিএলের ১৩তম আসর আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে বিসিসিআইয়ের এক কর্মকর্তা। এনডিটিভির বরাতে এমন তথ্যই প্রকাশ পেয়েছে। সে কর্মকর্তা জানিয়েছে, ‘বোর্ড বর্তমানে এমন একটা সময় খুঁজছে, যখন বাইরের খেলোয়াড় পাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে জুলাইতে খেলা হতে পারে। নয়তো শীতে হলেও অনুষ্ঠিত হবে আইপিএল।’

সরকারের তরফ হতে খেলা চালানোর সবুজ সংকেত পেলেই মাঠে গড়াবে আইপিএল। আর তখন প্রয়োজন পড়লে ফাঁকা স্টেডিয়ামেও খেলা চালানোর পরিকল্পনা রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের। দর্শকহীন আইপিএল হলে বিপুল পরিমাণ অর্থ লাভ হতে বঞ্চিত হবে বিসিসিআই। তবে আইপিএলের স্বার্থে এটা মেনে নিতে রাজি রয়েছে ভারতীয় বোর্ড। ঢাকা/কামরুল