খেলাধুলা

টেস্ট চ্যাম্পিয়নশিপের সময় বাড়ানোর পক্ষে আজহার আলী

ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু হয় ১ আগস্ট ২০১৯। যা শেষ হবে ২০২১ এর জুনে লর্ডসে ফাইনালের মধ্য দিয়ে। তবে প্রথমবারেই বাঁধার মুখে পড়েছে এটি। মহামারি করোনাভাইরাসের ছোবলে একের পর এক টেস্ট স্থগিত হয়ে যাচ্ছে। ফলে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সব দল সমান ম্যাচ খেলতে পারবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

এমন সময়ে সব দলকে সমান সুযোগ দিতে প্রতিযোগিতাটির সময় বাড়ানোর পক্ষে মত দিয়েছেন পাকিস্তানের অধিনায়ক আজহার আলী। এর আগে দলটির কোচ মিসবাহ-উল-হকও একই কথা বলেছেন।

করোনাভাইরাসের কারণে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার একটি টেস্ট স্থগিত হয়ে গেছে। একই ভাগ্যবরণ করতে হয়েছে ইংল্যান্ড-শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট সিরিজকেও। আসন্ন টেস্ট সিরিজগুলোও আছে শঙ্কায়।

স্থগিত হয়েছে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর। ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজ খেলতে পারবে কিনা তা নিয়েও রয়েছে সংশয়। আগামী ২৮ মে পর্যন্ত সব ধরনের ক্রিকেট স্থগিত করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। বাড়তে পারে স্থগিতের সময়সীমাও।

এমন পরিস্থিতি বিবেচনায় এনে লর্ডসের ফাইনাল পিছিয়ে দিতে বলেছেন পাকিস্তানের অধিনায়ক আজহার, ‘বর্তমান পরিস্থিতি বিবেচনায়, সূচি অনুযায়ী সদস্য দলগুলোর টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলো শেষ করা কঠিন হবে বলে মনে হচ্ছে। তাই আশা করি, আইসিসি এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে সময় বাড়াবে, যেন সব সদস্য দেশ তাদের ম্যাচগুলো শেষ করতে পারে।’

প্রয়োজনে দর্শকশূন্য মাঠে ক্রিকেট খেলার পক্ষে মত দিয়েছেন আজহার। জানিয়েছেন, এখন দর্শকরা কোনো খেলাই দেখতে পারছে না। তখন কিছু খেলা হলেও দেখার সুযোগ থাকবে।

‘এটা দুর্ভাগ্যজনক যে, দর্শকরা এখন কোনো খেলাই দেখতে পারছে না। টিভিতেও না। মাঠ ফাঁকা থাকলেও খেলা হলে তা অন্তত কিছু ক্রিকেট দেখার সুযোগ করে দেবে। তবে আমাদের ক্রিকেটার বা মানুষের সুরক্ষার বিষয় নিয়ে কোনো আপোষ করা উচিত হবে না।’

 

ঢাকা/কামরুল/আমিনুল