খেলাধুলা

তিনবার আত্মহত্যা করতে চেয়েছিলেন সামি!

২২ গজে মোহাম্মদ সামির দৃঢ় মানসিকতার প্রমাণ পেয়েছে ক্রিকেট বিশ্ব। কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি একেবারেই ছন্নছড়া! এই দৃঢ় মানসিকতার ব্যক্তিত্ব আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিন-তিনবার। নিজেই জানালেন জীবনে এমন পরিস্থিতি এসেছিল যে আত্মহননের সিদ্ধান্তকে যথার্থ মনে হয়েছিল!

জাতীয় দলের সতীর্থ রোহিত শর্মার সঙ্গে লাইভ আড্ডায় নিজের বাজে সময়ের কথা জানান সামি। দ্রুতগতির এ বোলার বলেন,‘২০১৫ সালের বিশ্বকাপে আমি যখন চোট পাই, তারপর পুরোপুরি সুস্থ হতে আমার ১৮ মাস সময় লেগেছিল। এটি আমার জীবনের সবচেয়ে বেদনাদায়ক মুহূর্ত ছিল, ছিল খুব কঠিন সময়। প্রচণ্ড চাপের মধ্যে ছিলাম। কবে খেলায় ফিরবো বুঝে উঠতে পারছিলাম না। আমি যখন আবার খেলতে শুরু করি তখন আমাকে যেতে হয়েছিল কিছু ব্যক্তিগত সমস্যার মধ্যে দিয়ে। তখন আমি তিনবার আত্মহত্যা করার কথা ভেবেছিলাম। চেষ্টাও চালিয়েছিলাম। কিন্তু ...।’

পাশাপাশি ওই সময়ে ব্যক্তিগত ঝামেলায় জড়িয়ে পড়েন সামি। স্ত্রী হাসিন জাহানের সঙ্গে বিবাদ শুরু হয়। থানা-পুলিশ থেকে আদালতে গিয়েছে যে মামলা। সবকিছু মিলিয়ে প্রতিকূল সময় যাচ্ছিল তাঁর। নিজের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সামি বলেন,‘আমার অস্থিরতার সময়টায় আমার পরিবার পাশে ছিল। তারা ভয়ে থাকতেন। সারাদিন আমাকে পাহারা দিতেন। আমি কিছু করে না ফেলি সেদিকে দৃষ্টি রাখতেন। এখনও বলছি ওই সময়ে যদি আমার পরিবার আমার পাশে না থাকত হয়ত খারাপ কিছু ঘটে যেত। আমি পরিবারকে আমার সঙ্গে সব সময় থাকার জন্য ধন্যবাদ জানাই।’

অন্ধকারের পর যেমন আলো আসবেই ঠিক তেমনই সবার জীবনে আসে কঠিন সময়। ধৈর্য ও কঠোর পরিশ্রম মানুষকে তাঁর সাফল্যের পথে এগিয়ে নেয়। সামির জীবনও গুছিয়েছে এমনভাবে। ভারতের পেস আক্রমণের অন্যতম কান্ডারি এখন তিনি। তিন ফরম্যাটেই সামি এখন দুর্বার, অপ্রতিরোধ্য।

 

ঢাকা/ইয়াসিন