খেলাধুলা

ক্রিকেট রেকর্ড থেকে

ক্রিকেটের অনেক খুঁটিনাটি তথ্য আমাদের অজানা। তেমনই এক রেকর্ডের তথ্য দিব এবার।

আপনি জানেন কি, দলের কোনো ব্যাটসম্যান শূন্য রানে আউট না হওয়া টেস্ট ও ওয়ানডে ম্যাচে দলীয় সর্বনিম্ন রান কত?

দলের কোনো ব্যাটসম্যানই শূন্য রানে আউট না হওয়া টেস্ট ম্যাচে দলীয় সর্বনিম্ন রান হচ্ছে ৭৫ রান। আর এই লজ্জার রেকর্ডের মালিক অস্ট্রেলিয়া। ১৯৫০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৫ রানে অলআউট হয় তারা। সে ম্যাচে অজিদের ৫ ব্যাটসম্যান ফেরেন ২ রানে। আর একজন ২ রানে অপরাজিত থাকেন।

আর ওয়ানডেতে এই লজ্জার রেকর্ডের মালিক ভারত। ২০০০ সালে শারজাহতে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ৫৪ রানে অলআউট হয় ভারত। তবে সে ম্যাচে ভারতের প্রত্যেক ব্যাটসম্যানই নিজেদের রানের খাতা খুলেছিল। যদিও কেবল রবিন সিং দুই অঙ্কের রান করতে পেরেছিলেন। সে ম্যাচে চামিন্দা ভাস ১৪ রান ৫ উইকেট ও মুত্তিয়া মুরালিধরন ৬ রানে ৩ উইকেট নিয়ে ভারতকে ধ্বসিয়ে দিয়েছে। ঢাকা/কামরুল