খেলাধুলা

ক্রিকেট রেকর্ড থেকে

ক্রিকেটের অনেক খুঁটিনাটি তথ্য আমাদের অজানা। তেমনই এক রেকর্ডের তথ্য দিব এবার।

আপনি জানেন কি, টেস্ট, ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে ও টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ ছক্কা হাঁকিয়েছে কোন দল?

টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ ২২টি ছক্কা হাঁকিয়েছে নিউ জিল্যান্ড। ২০১৪ সালে শারজাহতে পাকিস্তানি বোলারদের বিপক্ষে ২২ ছক্কা ও ৬৬ চারে কিউই ব্যাটসম্যানরা তুলেছিল ৬৯০ রান।

ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে নিজেদের ইনিংসে সর্বোচ্চ ২৫ ছক্কা হাঁকিয়েছে ইংল্যান্ড। ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে আফগানিস্তানের বোলারদের পিটিয়ে ছাতু বানিয়ে এই রেকর্ড নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। যার মধ্যে ইংল্যান্ড অধিনায়ক এইউন মরগান হাঁকিয়েছেন একাই ১৭ টি। সে ম্যাচে ইংল্যান্ডের মোট সংগ্রহ ছিল ৬ উইকেটে ৩৯৭ রান। এর আগের রেকর্ডও ছিল ইংল্যান্ডের, ২৪ টি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে ম্যাচে সর্বোচ্চ ৩২টি ছক্কা হাঁকিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও ভারত। ২০১৬ সালে স্নায়ুক্ষয়ী এক ম্যাচে ক্যারিবিয়ান ও ভারতীয় ব্যাটসম্যানরা বাউন্ডারির ফুলঝুরি হাঁকান। ৪৮৭ রান ছোঁয়া সে ম্যাচে দুই দলের ব্যাটসম্যানরা ৩৫ টি চার ও ৩২ টি ছক্কা হাঁকান। ঢাকা/কামরুল