খেলাধুলা

‘আর্জেন্টিনার শিরোপার আক্ষেপ ঘুচবে মেসির হাত ধরে’

ক্লাব ফুটবলে বার্সেলোনার হয়ে সম্ভব সব শিরোপা জিতেছেন আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি। ব্যক্তিগত অর্জনেও হয়েছেন ভাস্বর। বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে রেকর্ড ছয়টি ব্যালন ডি’অর জিতেছেন। কিন্তু জাতীয় দলে বড্ড বিবর্ণ মেসি। ২০০৮ সালে অলিম্পিক জয়ের পর থেকে জাতীয় দলের হয়ে আর কোনো বড় শিরোপা জেতা হয়নি তাঁর।

তবে মেসির সাবেক সতীর্থ লুকাস বিগলিয়া বিশ্বাস করেন, ২০২২ কাতার বিশ্বকাপে সে দুঃখ ঘুচাবেন মেসি। বাস্কেটবলের কিংবদন্তি তারকা মাইকেল জর্ডানের হাত ধরে ৯০’এর দশকে যেমন শিরোপার আক্ষেপ ঘুচিয়েছে শিকাগো বুলস। একইভাবে মেসির হাত ধরে শিরোপা পাবে আর্জেন্টিনা এমনটাই মনে করেন বিগলিয়া।

ক্যারিয়ারে এই পর্যন্ত চারটি বিশ্বকাপ খেলা হয়ে গেছে মেসির। ১৮ ম্যাচে মাঠে নেমে করতে পেরেছেন মাত্র ৬ গোল। প্রথম দুই বিশ্বকাপ খারাপ গেলেও ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছিলেন তিনি। জার্মানির শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ হয় তাঁর। যদিও গোল্ডেন বল জিতেছিলেন তিনি। পরের আসরেও আহামরি কিছু করে দেখাতে পারেননি মেসি। অথচ ক্যারিয়ারের এই পুরোটা সময় ক্লাব বার্সেলোনার জার্সিতে অসম্ভবকে নিয়মিত সম্ভব করেছেন তিনি।

এদিকে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলোয় ফ্রান্সের কাছে হারের পর জাতীয় দল থেকে অবসর নেওয়া বিগলিয়া সম্প্রতি জর্ডানকে নিয়ে নির্মিত ‘দ্যা লাস্ট ড্যান্স’ সিরিজ দেখেছেন। যে সিরিজে ৯০ দশকে এনবিএতে শিকাগো বুলসের জর্ডানের হাত ধরে পাওয়া সাফল্য তুলে ধরা হয়েছে। আর সে বিষয় টেনে স্পেনের রেডিও এফএম ৯৪.৭ এ দেওয়া এক সাক্ষাতকারে মেসির বিশ্বকাপ জয়ের বিষয়ে আশার গল্প শুনিয়েছেন বিগলিয়া।

এসি মিলানের এই মিডফিল্ডার বলেন, ‘দ্যা লাস্ট ড্যান্স সিরিজ দেখা শেষ করলাম। দারুণ ছিল। এটাই আমাকে নতুন করে আশা দেখাচ্ছে, কয়েক বছরের মধ্যে আমরা আমাদের ফেনোমেনন মেসির হাত ধরে এমন সাফল্য দেখতে পারব।’

এরপর বিগিলিয়া আরও যোগ করেন, ‘মেসির থেকে আমরা প্রতিদিন অনেক কিছু শিখতে পারি। আপনি তাকে অনুশীলন করতে, খেলতে দেখেন পারেন। কিন্তু প্রতিদিন অনেক কিছু ঘটে, যা আপনি জানেন না। যেটা আমরা জর্ডানকে নিয়ে নির্মিত সিরিজে দেখলাম।’

‘জর্ডান যেভাবে এনবিএর ট্রফি জড়িয়ে ধরে কাঁদছিল, একইভাবে বিশ্বকাপ ও মেসির আবেগটা দেখতে চাই। আমি এটা দেখতেই চাই। আমি জানি, তাঁর ও আর্জেন্টিনার মানুষের কাছে বিশ্বকাপের অর্থ কি।’

এরপরে ব্যক্তি মেসির বিশেষত্ব নিয়ে বিগলিয়া আরও যোগ করেন, ‘মেসি সবসময় নিজেকে সতীর্থের পর্যায়ে রাখে। আপনাকে স্বচ্ছন্দ্য রাখতে সে এমন করে। সতীর্থদের পর্যায়ে নিজেকে বসিয়ে তাদের সঙ্গে মেসি সম্পর্ক তৈরি করে। আর এটাই তাকে গ্রেট বানিয়েছে। একজন খেলোয়াড় হিসেবে তাকে ব্যাখা করার কোনো ভাষা আমার নেই। আর একজন মানুষ হিসেবে সে ১০০ গুণ ভালো।’

গরম থেকে ফুটবলারদের মুক্ত রাখতে ২০২২ কাতার বিশ্বকাপ হবে নভেম্বর-ডিসেম্বরে। ততদিনে মেসির বয়স হবে ৩৫। কিংবদন্তি মাইকেল জর্দানের মতো আর্জেন্টিনার শিরোপার আক্ষেপ ঘুচাতে পারবেন কি মেসি? উত্তরটা তোলা রইলো সময়ের হাতে।

 

ঢাকা/কামরুল