খেলাধুলা

ক্রিকেট রেকর্ড থেকে

ক্রিকেটের অনেক খুঁটিনাটি তথ্য আমাদের অজানা। তেমনই এক রেকর্ডের তথ্য দিব এবার।

আপনি জানেন কি, টেস্ট ক্রিকেটের ইতিহাসে কয়জন বোলার সব দেশের বিপক্ষে ইনিংসে ৫ উইকেট শিকারের কীর্তি গড়েছেন?

মোট চারজন বোলার এই কীর্তি গড়েছেন। তাঁরা হলেন শ্রীলঙ্কার কিংবদন্তি বোলার মুত্তিয়া মুরালিধরন ও রঙ্গনা হেরাথ। বাংলাদেশের সাকিব আল হাসান ও দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন।

এদের মধ্যে সবার আগে এই কীর্তি গড়েন মুরালি। শেষ পর্যন্ত ক্যারিয়ারে ১৩৩ টেস্ট খেলে ৬৭ বার ইনিংসে পাঁচ উইকেট শিকারের পাশাপাশি ৮০০ উইকেট নিয়ে থামেন তিনি।

মুরালির পর দ্বিতীয় বোলার হিসেবে এই কীর্তিতে নাম লেখান প্রোটিয়া পেসার ডেল স্টেইন। এই প্রোটিয়ান বোলার ক্যারিয়ারে ৯৩ টেস্টে ২৬ বার ইনিংসে পাঁচ উইকেট শিকারের পাশাপাশি মোট ৪৩৯ উইকেট দখল করেন।

লঙ্কান বাঁহাতি স্পিনার হেরাথ ৯৩ টেস্টে মোট ৩৪ বার ইনিংসে ৫ উইকেট শিকার করেন। ক্যারিয়ার শেষে ৪৩৩ উইকেট নিয়ে থামেন তিনি।

সাকিব ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেট শিকারের মধ্য দিয়ে এই কীর্তিতে নাম লেখান। ম্যাচের হিসেবে সবচেয়ে দ্রুততম সময়ে এই কীর্তি গড়েন তিনি। এখন পর্যন্ত ৫৬ টেস্টে ১৮ বার ইনিংসে পাঁচ উইকেট শিকারের পাশাপাশি ২১০ উইকেট নিয়েছেন সাকিব। ঢাকা/কামরুল