খেলাধুলা

হেরোইন বহনকারী মাদুশঙ্কার সমর্থনে মালিঙ্গা

বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে ওয়ানডে অভিষেকে হ্যাটট্রিক করে আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাব শ্রীলঙ্কার পেসার শেহান মাদুশঙ্কার। ২০১৮ সালের বাংলাদেশ সফরে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশের বিপক্ষে এই কীর্তি গড়েন মাদুশঙ্কা। এরপর ওই সফরে একটি টি-টোয়েন্টিও খেলেন এই ক্রিকেটার। কিন্তু এরপরই ছিলেন না আর কোনো আলোচনায়।

দুই বছর পর নেতিবাচক শিরোনাম হয়ে খবরে এলেন মাদুশঙ্কা। গত ২৩ মে হেরোইন সহ এই ২৫ বছর বয়সী ক্রিকেটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডও নিষিদ্ধ করেছে মাদুশঙ্কাকে। বর্তমানে আদালতের রায়ের অপেক্ষা বোর্ডের। তবে তার আগে অধিনায়ক লাসিথ মালিঙ্গাকে পাশে পাচ্ছেন এই ডানহাতি পেসার। লঙ্কানদের টি-টোয়েন্টি অধিনায়ক মালিঙ্গা মনে করেন, বয়স বিবেচনায় দ্বিতীয় সুযোগ পেতে পারে মাদুশঙ্কা। কারণ, শ্রীলঙ্কা ক্রিকেটকে এখনও অনেক দেওয়ার সুযোগ আছে মাদুশঙ্কার সামনে। ফলে বড় শাস্তির বদলে তাকে পুনর্বাসনের আওতায় আনতে বলেছেন স্লিঙ্গা মালিঙ্গা।

শ্রীলঙ্কান দৈনিক ডেইলি নিউজকে মালিঙ্গা বলেন, ‘মাদুশঙ্কা শ্রীলঙ্কার দীর্ঘদিনের একটা বিনিয়োগ। যে কি না দেশের জন্য অনেক বড় সম্পদ হতে পারে। আমাদের খুঁজে বের করতে হবে সে কেনো মাদক সেবন করছে। এটা হতে পারে ব্যক্তিগত সমস্যার কারণে। কিন্তু এটা কোনভাবেই সমাধান নয়।’

এরপর আরও যোগ করেন, ‘মাদকসেবীরা সাধারণত কঠিন সময়ের মধ্য দিয়ে যায়, ফলে চাইলেও ওরা নেশা বন্ধ করতে পারে না। সে হয়তো সামনে এসে বলতে পারছে না যে, তাঁর সাহায্য দরকার।’

এরপর মাদুশঙ্কার পুনর্বাসনের প্রস্তাব দিয়ে দলটির টি-টোয়েন্টি অধিনায়ক আরও যোগ করেন, ‘আমাদের উচিত ওকে পুনর্বাসিত করা এবং সঠিক পথে ফিরিয়ে আনা। ওর বয়স মাত্র ২৫ বছর এবং হতে পারে বন্ধু নির্বাচনে ভুল করেছে। যা আজকের পরিণতি দিয়েছে।’

তবে দেশের নিয়মানুযায়ি শাস্তি ভোগ করে আসার পর তার প্রতি সহায় আচরণ করার দাবি জানিয়ে মালিঙ্গা বলেন, ‘শাস্তি দেওয়ার সময় আমাদের দেশে বিদ্যমান আইন দিয়েই শাস্তি হওয়া উচিত। তবে এরপর তার জন্য সঠিক পথে ফেরার রাস্তা খোলা রাখতে হবে। আইনি সব প্রক্রিয়া শেষ হওয়ার অন্তত তিন বছর তাকে হাই পারফরম্যান্স সেন্টারে রাখা উচিত।’ ঢাকা/কামরুল