খেলাধুলা

এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ নারী ফুটবলারদের সংবর্ধনা দিবে ওয়ালটন

বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ জাতীয় নারী ফুটবল দলের ৮ জন খেলোয়াড় কৃতিত্বের সঙ্গে এসএসসি পাস করেছেন। তারা হলেন- ডিফেন্ডার আঁখি খাতুন (৩.৮৩), ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা (৩.৫০), সাজেদা খাতুন (২.৫৮), রেহেনা আক্তার (৩.৭৫), স্ট্রাইকার সিরাত জাহান স্বপ্না (৩.৯৩), শামসুন্নাহার সিনিয়র (৩.১০), আনাই মোগিনী (২.৫০) ও মাহফুজা খাতুন (৪.৪৭)।

মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এই ৮ নারী ফুটবলারকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ। দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে, সুবিধাজনক সময়ে তাদের সংবর্ধিত করবে ওয়ালটন।

এ বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ রাইজিংবিডিকে বলেছেন, ‘আমাদের ৮ জন নারী ফুটবলার কৃতিত্বের সঙ্গে এসএসসি পাস করেছেন। প্রথম কোনো প্রতিষ্ঠান হিসেবে ওয়ালটন গ্রুপ তাদের সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমরা তাদের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা এই সংবর্ধনার আয়োজন করবো। আমাদের নারী ফুটবল দলের কোচ গোলাম রাব্বানী ছোটনের সঙ্গে কথা বলে মেয়েদের প্রস্তুত থাকতে বলবো।’

বিষয়টি নিশ্চিত করে ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস, মার্কেটিং) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেছেন, ‘বাংলাদেশ নারী ফুটবল দলের সূচনালগ্ন থেকেই আমার ওয়ালটন পরিবার পাশে ছিলাম। নারী ফুটবলের উন্নয়নে কাজ করেছি শুরু থেকেই। তাদের সাফল্যে গর্বিত হয়েছি, ব্যর্থতায়ও পাশে থেকেছি। আমরা ওয়ালটন পরিবার অত্যন্ত খুশি হয়েছি যে আমাদের নারী ফুটবল দলের ৮ জন খেলোয়াড় কৃতিত্বের সঙ্গে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তাদের অভিনন্দন জানাই। এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ আমরা তাদের সংবর্ধনা দিতে চাই। দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে, সুবিধাজনক সময়ে এই সংবর্ধনা দিবো। আমাদের নারী ফুটবলারদের উত্তোরোত্তর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি।’

 

ঢাকা/ইয়াসিন/আমিনুল