খেলাধুলা

ক্রিকেটের রেকর্ড থেকে

ক্রিকেটের অনেক খুঁটিনাটি তথ্য আমাদের অজানা। তেমনই এক রেকর্ডের তথ্য দিব এবার।

আপনি জানেন কি, ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন কোন ব্যাটসম্যান। জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল এ রেকর্ড নিজের কাছে রেখেছেন। বাঁহাতি ড্যাশিং ওপেনার ২০৫ ইনিংসে মোট ৯১ ছক্কা হাঁকিয়েছেন। বাউন্ডারিতেও তামিম আছেন সবার থেকে এগিয়ে। ৭৮৩ চার হাঁকিয়েছেন তামিম। ২০০৭ সালে অভিষেক হওয়া এ ব্যাটসম্যান ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৭২০২ রান করেছেন।

ছক্কা হাঁকানোতে তামিমের পরপরই আছে মুশফিকুর রহিম। মিস্টার ডিপেনডেবল ছক্কা হাঁকিয়েছেন ৮২টি। বিস্ময়কর হলেও সত্য ৬২ ছক্কা নিয়ে মাশরাফি বিন মুর্তজা রয়েছেন তৃতীয় স্থানে। বাংলাদেশের সফলতম অধিনায়ক ১৫৬ ইনিংসে ৬২ ছক্কা ও ১৫০ চার হাঁকিয়েছেন।

শীর্ষ পাঁচের পরের দুইজন মাহমুদউল্লাহ রিয়াদ ও আফতাব আহমেদ। মাহমুদউল্লাহ ৫৭ ও আফতাব ৪৯ ছক্কা মেরেছেন। এছাড়া সাকিব আল হাসান ৪২ ও মোহাম্মদ আশরাফুল ২৯ ছক্কা হাঁকিয়েছেন ওয়ানডে ক্রিকেটে।

 

ঢাকা/ইয়াসিন