খেলাধুলা

‘তামিম ব্যাটিংয়ে, স্লিপে ধাওয়ান চিৎকার করে গান গাচ্ছিল’

২০১৫ বিশ্বকাপের পর বাংলাদেশ সফর করেছিল ভারতীয় ক্রিকেট দল। পূর্ণ শক্তির দল নিয়ে এসেও বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছিল দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

মুস্তাফিজের আগমন, বাংলাদেশের অসাধারণ পারফরম্যান্স ও ভারতীয় দলের সিরিজ হারের ঘটনা মিলিয়ে তিন ম্যাচের সিরিজটি বিশ্ব ক্রিকেটে দারুণ সাড়া ফেলেছিল। দুই দেশের ক্রিকেটাররাও সিরিজের পারফরম্যান্স মনে রেখেছে দীর্ঘ সময়। ওই সিরিজে মজার ঘটনা শুক্রবার লাইভ আড্ডায় শেয়ার করেন রোহিত শর্মা।

‘ওপেন নেটস উইথ মায়াঙ্ক’ নামের অনুষ্ঠানে মায়াঙ্ক আগারওয়াল ও রোহিতের সাথে উপস্থিত ছিলেন শেখর ধাওয়ান। ভারতের দুই ওপেনার ২০১৩ সাল থেকে একসঙ্গে ব্যাটিং করছেন। দীর্ঘ সময় ধরে ব্যাটিং করায় দুজনের অযুত স্মৃতি জড়িয়ে আছে। আছে মজাদার স্মৃতিও। শেখর ধাওয়ানকে নিয়ে তেমনই এক মজার স্মৃতি রোমন্থন করেন রোহিত।

ডানহাতি এ ওপেনার বলেন,‘২০১৫ বিশ্বকাপের পর আমরা বাংলাদেশ সফর করেছিলাম। ঠিক কোন ম্যাচ মনে নেই। তবে আমি স্লিপে ফিল্ডিং করছিলাম। হয়তো দ্বিতীয় বা তৃতীয় স্লিপে। শেখর ছিল প্রথম স্লিপে। তামিম ইকবাল তখন ব্যাটিং করছিল। হঠাৎ শেখরের কি হলও বুঝলাম না, গান গাওয়া শুরু করে দিল। রীতিমত চিৎকার করে গান গাচ্ছিল। তামিম ইকবালও হতভম্ব হয়ে গিয়েছিল। কে বল করছিল তা মনে নেই। বোলার রান আপ নিচ্ছে অথচ শেখর গান গাওয়া থামাচ্ছিল না। সত্যিই ওর গান গাওয়া দেখে আমি, তামিম অবাক হয়ে গিয়েছিলাম।’

মুস্তাফিজের আগমনী সিরিজে বাংলাদেশ ছিল উড়ন্ত। ১৩ উইকেট নিয়ে বাঁহাতি পেসার সিরিজ জিতিয়েছিলেন বাংলাদেশকে। তাইতো ওই সিরিজের অন্য সব ঘটনা আড়াল হয়ে গিয়েছিল।

তথ্যসূত্র: এএনআই

 

ঢাকা/ইয়াসিন