খেলাধুলা

যাদের জন‌্য মাহমুদউল্লাহর ‘স‌্যালুট’

করোনা মহামারিতে যারা জীবনের তয়োক্কা না করে মানবসেবায় নিয়োজিত এবং যারা অর্থনীতির চাকা সচল রেখেছেন, সেসব ‘যোদ্ধাদের’ স‌্যালুট দিয়েছেন জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

অন্তরের অন্তঃস্থল থেকে তাদের জন‌্য শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা ‍ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জাতীয় দলের এ অলরাউন্ডার। ‍শুক্রবার রাতে ফেসবুকে ছবি পোস্ট করেছেন মাহমুদউল্লাহ। সাদা গেঞ্জি পরা হাস‌্যোজ্জ্বল মাহমুদউল্লাহ দিচ্ছেন স‌্যালুট। সাথে ক‌্যাপশন দিয়েছেন, ‘সমস্ত ফ্রন্টলাইন কর্মীদের জন‌্য স‌্যালুট।’

লকডাউনের শুরু থেকেই জাতীয় দলের ক্রিকেটাররা গৃহবন্দি। তবে মাঠে ফেরার খুব ইচ্ছে ক্রিকেটারদের। মাহমুদউল্লাহ সেই দলভুক্ত। তবে সচেতন মাহমুদউল্লাহ চান অপেক্ষা করতে, ‘লকডাউন খানিকটা শিথিল করলেও পরিস্থিতি তো নিয়ন্ত্রণে নেই! এ অবস্থায় মাঠে ফিরলে ঝুঁকি থাকবে। স্বাভাবিকভাবেই আমাদের অপেক্ষা করা ছাড়া কিছু করার নেই।’

ঘরে ফিটনেস নিয়ে কাজ করা বাদে বেশি কিছু করার নেই মাহমুদউল্লাহর। শেষ কয়েক বছরে মাহমুদউল্লাহ নিজেকে ‘আয়রন ম্যান’ বানিয়েছেন। নিজের ফিটনেসকে যে পর্যায়ে নিয়ে গেছেন তা কল্পনাতীত। লকডাউনে খাওয়া-দাওয়া খানিকটা বাড়লেও ফিটনেসে কোনো ছাড় দিচ্ছেন না বাংলাদেশের সাইলেন্ট কিলার।

আরো পড়ুন: মাঠে ফিরতে মরিয়া তবে সুযোগ দেখছেন না মাহমুদউল্লাহ

 

ঢাকা/ইয়াসিন/আমিনুল