খেলাধুলা

স্পোর্টিং ক্লাবের জয়

স্পোর্টস রিপোর্টারকুল দ্বিতীয় বিভাগ ফুটবলে জয় পেয়েছে পিডব্লিউডি স্পোর্টিং ক্লাব। মঙ্গলবার তারা ২-১ গোলে হারিয়েছে লিটল ফ্রেন্ডস ক্লাবকে। পুলিশ অ্যাথলেটিক্স ক্লাব এবং পূর্বাচল পরিষদের মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের ৯ মিনিটে রাসেলের গোলে এগিয়ে যায় স্পোর্টিং ক্লাব (১-০)। ৬২ মিনিটে লিটল ফেন্ডসের বাদশা ইসলাম গোল করে ম্যাচে সমতা ফেরান (১-১)। ৮০ মিনিটে সোহেল রানার গোলে আবারো এগিয়ে যায় স্পোর্টিং ক্লাব (২-১)। শেষ পর্যন্ত এই ব্যবধানেই জয় পায় তারা।

 

রাইজিংবিডি / আমিনুল