খেলাধুলা

ক্রিকেট মাঠে আশ্চর্যজনক ঘটনা (ভিডিও)

আশ্চর্যজনক ঘটনা ঘটল ক্রিকেট মাঠে। ব্যাট-বলের যুদ্ধে ময়দানে দেখা গেল স্বামী-স্ত্রীর প্রেম! সেটাও কি সম্ভব।

ক্রিকেট প্রেমে যারা হাবুডুবু খায় তাদের পক্ষে তো সব-ই সম্ভব। ইউরোপীয়ান ক্রিকেট স্বামী-স্ত্রী খেললেন একই দলে। শুধু অংশগ্রহণের জন্য খেলেননি তারা। স্বামী বোলিং করলেন। উইকেট কিপিংয়ের দায়িত্ব সামলেছেন স্ত্রী। এরপর আবার দুজন ব্যাটিংও করলেন একই সঙ্গে।

ইউরোপীয়ান ক্রিকেট সিরিজে দেখা মিলল এমন কিছুর। স্বামী-স্ত্রীর দলের নাম পিএসভি হান মুনডেন। স্ত্রী শারায়ানা সাদরাগানি প্রথম নারী ক্রিকেটার হিসেবে লিগে অংশগ্রহণ করেন। স্বামী ফিন সাদরাগানি অফস্পিনার। বোলিংয়ে এসে এক ওভারে ১৬ খরচ করেন। তবে শারায়ানা উইকেটের পেছনে ছিলেন দারুণ আত্মবিশ্বাসী। ব্যাটসম্যানরা যে তিনটি বল মিস করেন তিনটিই মুঠোবন্দী করেন শারায়ানা।

ম্যাচে দুটি ক্যাচ নেওয়ার পাশাপাশি একটি রান আউটও করেছেন শারায়ানা। টুর্নামেন্টের ছয়টি ম্যাচেই খেলেছেন তিনি। জার্মানির ছয়টি দল খেলছে ইউরোপীয়ান ক্রিকেট সিরিজের টুর্নামেন্টে।

pic.twitter.com/DZJX7UlvgG

— AbkiBaarSoumyaSarkar (@SoumyaSarkarFan) July 3, 2020    

ঢাকা/ইয়াসিন