খেলাধুলা

গাড়িচাপায় পথচারী নিহত, লঙ্কান ক্রিকেটার গ্রেপ্তার

গাড়িচাপায় এক পথচারীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হয়েছেন শ্রীলঙ্কান ক্রিকেটার কুশল মেন্ডিস।

ব্যাট হাতে নান্দনিক এবং শান্ত ক্রিকেট খেলেন কুশল মেন্ডিস। সে তিনি কিনা গাড়ির স্টিয়ারিং হাতে পথচারী মৃত্যুর জন্য দায়ী হলেন! যদিও পুরো বিষয়টি এখনো নিশ্চিত নয়। তবে গ্রেপ্তার করে ম্যাজিস্ট্রেটের সামনে আজ হাজিরায় তোলার কথা আছে এই ক্রিকেটারকে, এমনটাই জানালেন লঙ্কান পুলিশ। 

রোববার (৫ জুলাই) ভোরে কলম্বোর পানাদুরার শহরতলীতে ৬৪ বছর বয়সী এক বৃদ্ধকে গাড়ি চাপা দিয়েছেন কুশল মেন্ডিস। সে পথচারী ঘটনাস্থলেই মারা গেছেন। এমন অভিযোগের ভিত্তিতে সেই দুর্ঘটনার পরপরই কুশল মেন্ডিসকে গ্রেপ্তার করে পুলিশ। তারা জানিয়েছে, আজই ম্যাজিস্ট্রেটের সামনে হাজিরায় উঠানো হবে এই ক্রিকেটারকে।

২৫ বছর বয়সী এই স্টাইলিশ ব্যাটসম্যানকে শ্রীলঙ্কার ভবিষ্যতের সবচেয়ে বড় তারকা ভাবা হচ্ছে। ২০১৫ সালে অভিষেক হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৪৪ টেস্ট, ৭৬ ওয়ানডে এবং ২৬ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। করেছেন ৫৬৪৪ রান। করোনা সঙ্কট কাটিয়ে শ্রীলঙ্কা দলের অনুশীলনেও ছিলেন তিনি।

 

ঢাকা/কামরুল