খেলাধুলা

এমন কথা কেবল ইব্রাহিমোভিচের মুখেই মানায়

‘যখন আপনি আমাকে কিনছেন, বুঝতে হবে আপনি ফেরারি কেনার চেষ্টা করছেন’- নিজের সম্পর্কে ঠিক এভাবেই বলেছিলেন জ্লাতান ইব্রাহিমোভিচ। তাঁর চরিত্রটাই এমন। মাঠে যেমন ফুটবল জাদুতে মাতিয়ে রাখেন, একইভাবে ইব্রাহিমোভিচ সুলভ কথা দিয়ে বুঁদ করে রাখেন ভক্তদের।

এদিকে বয়সকে বৃদ্ধাঙুলি দেখিয়ে এখনো ছুটছেন। কথার ফুলঝুরিও ছোটাচ্ছেন। সান সিরোতে মঙ্গলবার রাতে নিজ দল মিলানকে ৪-২ গোলে জিতিয়েছেন। তাও সিরি আ লিগের শীর্ষ দল জুভেন্টাসকে হারিয়ে। ২-০ গোলে পেছনে থেকে। এরপর ইব্রা গোল করেছেন, অ্যাসিস্ট করেছেন। দলকে উজ্জীবিত করে জিতিয়েছেন। আর তাই ম্যাচ শেষে মিলানে নিজের প্রভাব বুঝাতে বলেন, ‘আমি তো ক্লাবের প্রেসিডেন্ট, কোচ এবং খেলোয়াড়। তবে আমাকে তারা কেবল খেলোয়াড়ের বেতন দেওয়া হয়।’

এই বয়সে এসে এমন পারফরম্যান্স। কিভাবে সম্ভব? ইব্রা নিজেও জানেন বয়স বাড়ছে, কিন্তু বুদ্ধির জোরে কাটিয়ে উঠছেন জানিয়ে আরও বলেন, ‘এটা গোপন কোনো বিষয় নয় যে, আমি বুড়ো হয়ে গেছি। তবে বয়স একটা সংখ্যা মাত্র। আমি কেবল খেলতে চাই। আগের মতো শারীরিক অবস্থা আমার নেই ঠিকই, তবে বুদ্ধি দিয়ে আমি এটা কাটিয়ে উঠতে পারি।’

তবে আর বেশিদিন সবুজ ক্যানভাসে দৌড়াবেন না জানিয়ে আরও যোগ করেন, ‘মজা করার জন্য আমার হাতে আরও এক মাস সময় আছে। ভবিষ্যতে যা ঘটবে, তা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। আমি সমর্থকদের জন্য দুঃখিত, তারা হয়তো আমাকে আর নাও দেখতে পারে।’

বয়স হলেও এখনো সেরা ইব্রা মৌসুমের মাঝপথে মিলানে যোগ দিয়ে পাঁচ গোল করেছেন। দলও নিজেকে খারাপ অবস্থা থেকে ফিরে পেয়েছে ভালো অবস্থানে। ইব্রা আসার আগে যে মিলান ছিল ১৪তম স্থানে, সেই তারাই এখন টেবিলের পঞ্চম দল। ইব্রা তো জানিয়েই দলেন, মৌসুমের শুরুতে মিলানে যোগ দিলে, শিরোপা উদযাপন করতো নেরাজ্জুরিরা।

তাঁর ভাষ্যে, ‘আমি মৌসুমের মাঝপথে এসেছি, আর এজন্য দুঃখিত। যদি প্রথম দিন থেকে এখানে থাকতাম, তাহলে আমরা শিরোপা জিততাম।’

ঠিক এতটাই আত্মবিশ্বাসী ইব্রাহিমোভিচ। ঠিক এভাবেই নিজের জানান দেন এই ফুটবলার। আর এমন কথা কেবল জলাতান ইব্রাহিমোভিচের মুখেই মানায়।

 

ঢাকা/কামরুল