খেলাধুলা

দ্বিতীয় ইনিংসে জাতীয় দলের পেসার রাহী

বিয়ে করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আবু জায়েদ রাহী। তার স্ত্রী ডা. তৌহিদা আক্তার জুহা পেশায় চিকিৎসক। দুইজনেরই বাড়ি সিলেটে। কয়েক মাস আগে পারিবারিকভাবে আকদ সম্পন্ন হয়েছিল। বুধবার (৮ জুলাই) সীমিত পরিসরে ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে স্ত্রীকে ঘরে তোলেন রাহী।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে রাহীর বড় ভাই আবু খালেদ চৌধুরী সাদি মুঠোফোনে রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করে জানান, ‘করোনা সংকটের কারণে কোন ধরনের অনুষ্ঠানিকতা ছাড়াই কনেকে বাসায় নিয়ে আসা হয়েছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, তিনি এবং তার মাসহ পরিবারের কয়েকজন কনেকে বরণ করে নিয়ে আসেন।’

তিনি আরও বলেন, ‘তারা ঘটা করে কনেকে বরণ করতে চাইছিলেন। কিন্তু করোনা সংকটের কারণে তা করা হয়নি। আর সময়ও অনেক দিন চলে যাচ্ছে। ফলে স্বাস্থ্যবিধি মেনে আনুষ্ঠানিকতা ছাড়াই কনেকে বরণ করেছেন।’

তবে করোনা সংকট কেটে গেলে পরিবারের আত্মীয়-স্বজনসহ সিলেটের বিশিষ্টজনদের নিয়ে অনুষ্ঠান আয়োজন করবেন বলেও জানান তিনি। তিনি রাহীর দাম্পত্য জীবনের জন্য দোয়াও চেয়েছেন। সিলেট/ আব্দুল্লাহ আল নোমান/ইয়াসিন