খেলাধুলা

রিয়ালের মিশন ‘পিচিচি’

স্প্যানিশ লিগের মৌসুমের সর্বোচ্চ গোলদাতাকে দেশটির ক্রীড়া দৈনিক মার্কা পিচিচি ট্রফি দিয়ে থাকে।

গত বছর মৌসুম জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা লিওনেল মেসি টানা তৃতীয়বারের মতো পিচিচি ট্রফি জিতেছেন। এবারও তার জয়ের সম্ভাবনা বেশি। ২১ গোল নিয়ে এবারও মেসি সবার শীর্ষে। মেসি যদি এবার শীর্ষ গোলদাতার পুরস্কারটি জিততে পারেন তাহলে সাবেক স্প্যানিশ ফরোয়ার্ড তেলমো সাররাকে ছাড়িয়ে যাবেন।

কিন্তু মেসিকে এবার পিচিচি ট্রফি জিততে দেবে না রিয়াল মাদ্রিদ। আজ রাতে রিয়াল ভিয়ারিয়ালের বিপক্ষে মাঠে নামবে। ভিয়ারিয়ালের বিপক্ষে জিতলেই নিজেদের ৩৪তম শিরোপা ঘরে তুলবে রিয়াল। কিন্তু লস ব্লাঙ্কোসদের দরকার পিচিচি ট্রফিও।

১৯ গোল নিয়ে করিম বেনজামা রয়েছেন দুই নম্বরে। শেষ দুই ম্যাচে তিনটি বা এর অধিক গোল করলেই পিচিচি ট্রফি হবে বেনজামার। অবশ্য মেসিরও ম্যাচ বাকি দুইটি। দুই ম্যাচে মেসিরও এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তবে সেদিকে মনোযোগী না হয়ে নিজেদের সতীর্থকে গোল করানোর মন্ত্র নিয়ে শেষ দুই ম্যাচে মাঠে নামবে রিয়াল। মার্কা এমনই এক প্রতিবেদন প্রকাশ করেছে বৃহস্পতিবার।

রিয়াল মাদ্রিদ দুই পয়েন্ট পেলেই শিরোপা নিশ্চিত। সেই সাথে অসাধারণ গোল কিপিংয়ের জন্য কোর্তয়া পাচ্ছেন জামোরা ট্রফি। বেনজামা পিচিচি ট্রফি পেলে ষোলোকলা পূর্ণ হবে রিয়ালের। ২০১৪-১৫ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে সর্বশেষ পিচিচ ট্রফি জিতেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পরের আসর গুলোতে লুইস সুয়ারেজ ও মেসি বাজিমাত করেছেন।

   

ঢাকা/ইয়াসিন