খেলাধুলা

ইনডোর ব‌্যবহারে অনুমতি নেই, ব‌্যাহত মেহেদীদের অনুশীলন

শেখ আবু নাসের ক্রিকেট স্টেডিয়ামের ইনডোর সুযোগ-সুবিধা ঠিকঠাক থাকলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনই তা ব‌্যবহার করতে দিচ্ছে না। ফলে ক্রিকেটারদের ঐচ্ছিক অনুশীলন কিছুটা হলেও ব‌্যাহত হচ্ছে।

করোনা পরিস্থিতি সামলে আবারও মাঠ মুখী ক্রিকেটাররা। ছোট করে হলেও আবারও মুখরিত হয়ে উঠছে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম। ক্রিকেটারদের আগ্রহের প্রেক্ষিতে কঠোর স্বাস্থ্যবিধি মেনে ব্যক্তিগত অনুশীলনের অনুমোদন দেয় বিসিবি। সেই অনুমোদনের পর সোমবার দ্বিতীয় দিনের মতো খুলনায় ক্রিকেটারদের অনুশীলন হয়েছে।

আরও পড়ুন: বৃষ্টিস্নাত সকালে মিথুন-ইমরুলের এক ঘণ্টার সেশন সূচি অনুযায়ী দুই অফ স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও মেহেদী হাসান আজ ফিটনেস ট্রেনিং করেছেন। বিরতিতে ছিলেন উইকেট রক্ষক ব‌্যাটসম‌্যান কাজী নুরুল হাসান সোহান। তবে প্রথম দিনের মতো আজও ইনডোর ব্যবহার করেতে পারেননি দুই মেহেদী। আবু নাসের স্টেডিয়াম কর্তৃপক্ষ বলছে, বিসিবি থেকে এখনও ইনডোর ব্যবহারের নির্দেশনা আসেনি।

সোমবার সকাল সাড়ে ৯টায় আবু নাসের স্টেডিয়ামে আসেন মেহেদী হাসান। প্রায় এক ঘণ্টা রানিং করেন মাঠে। এরপর চলে যান জিমে। একই সময়ে মেহেদী হাসান মিরাজ মাঠে প্রবেশ করেন। মাঠে এক ঘণ্টা রানিং করে ঘাম ঝরান যুব দলের সাবেক অধিনায়ক। সাথে হাল্কা স্ট্রেচিং করেন। এরপর জিমে সময় দেন এ ক্রিকেটার।

মিরপুর শের-ই-বাংলায় মিথুন, ইমরুল, মুশফিকরা ইনডোর ব্যবহারের সুযোগ পেলেও খুলনায় সেই সুযোগ নেই। খুলনায় ঐচ্ছিক অনুশীলনে আসা ক্রিকেটাররাও ইনডোর ব‌্যবহার করতে চান। নিজেদের ঝালিয়ে নিতে চান স্কিল ট্রেনিংয়ে।

আবু নাসের স্টেডিয়ামের ভেন্যু ইনচার্জ মোস্তাফিজুর রহমান রাসেল রাইজিংবিডিকে বলেন,‘ইনডোর ব্যবহারের জন্য কোনো নির্দেশনা এখনও আমরা বিসিবি থেকে পাইনি। তবে আমরা ইনডোর প্রস্তুত রেখেছি। বিসিবি থেকে নির্দেশনা এলেই ব্যবহারের সুযোগ পাওয়া যাবে।’

এ বিষয়ে বিসিবির গ্রাউন্ডস অ‌্যান্ড ফ্যাসিলিটিজের ন্যাশনাল ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন বলেন, ‘আমরা আপাতত মিরপুরে ইনডোর ব্যবহারের অনুমোদন দিয়েছি। ক্রিকেটারদের স্বাস্থ্যবিধির সর্বোচ্চ কঠোর ব্যবহার আমাদের মানতে হচ্ছে। এ কারণে একটু সময় নিচ্ছি। খুলনাতেও শিগগিরিই ইনডোর ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।’

 

ঢাকা/ইয়াসিন