খেলাধুলা

আইসিসির ভাবমূর্তি পরিবর্তন করতে পারবেন সৌরভ: সাঙ্গাকারা

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতি হিসেবে সৌরভ গাঙ্গুলিকে উপযুক্ত মনে করছেন শ্রীলঙ্কান সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা। তার বিশ্বাস সৌরভ খেলোয়াড়ি জীবনের মতো আইসিসিকেও ঢেলে সাজাতে পারবেন এবং সঠিক দিক নির্দেশনা দিতে পারবেন।

গত বছর সৌরভ বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি নির্বাচিত হন। তখন থেকেই আলোচনা শুরু হয় ‘প্রিন্স অব ক‌্যালকাটা’ আইসিসির দায়িত্ব নেবেন কি না। আইসিসির নির্বাচনের সময় ঘনিয়ে আসায় সৌরভকে নিয়ে আগ্রহ আরও বাড়তে থাকে। ভারতীয় দলকে ভয়ডরহীন ক্রিকেট খেলার সাহস দিয়েছিলেন সৌরভ। তার নেতৃত্বগুণ নিয়ে নেই কোনো প্রশ্ন। মাঠের ভেতরে যেমন, বাইরেও তেমন। সংগঠক হিসেবে সব সময়ই আলো কেড়েছেন।

এজন‌্য সৌরভকে আইসিসির শীর্ষ পদে দেখতে চান সাঙ্গাকারা। ইন্ডিয়া টুডেকে সাঙ্গাকারা বলেন,‘আমি বিশ্বাস করি সৌরভ নিশ্চিতভাবেই আইসিসির ভাবমূর্তি পরিবর্তন করতে পারবে। বলার অপেক্ষা রাখে না আমি দাদার একজন ভক্ত। শুধু ক্রিকেটার হিসেবেই নয় তার ক্রিকেটীয় মেধায় আমি মুগ্ধ। তার হৃদয়ে ক্রিকেট বাদে কিছু আছে বলে মনে করি না। ক্রিকেটের বৃহত্তর স্বার্থে তার আইসিসির শীর্ষ পদে বসা উচিত। দেখুন আপনার মানসিকতা শুধু আপনার বোর্ডকে নিয়েই থাকলে হবে না, আপনার জাতীয়তা নিয়েই থাকলে হবে না। আপনি ভারতীয়, শ্রীলঙ্কান নাকি অস্ট্রেলিয়ান তা বোঝার এবং মনে রাখার প্রয়োজন নেই। আপনি ক্রিকেটের মানুষ, ক্রিকেটের উন্নতি করবেন, ক্রিকেট যে সমস্ত দেশ খেলছে তাদের উন্নতি করবেন তাতেই হবে।’

সাঙ্গাকরা আরও বলেন, ‘আমি বিশ্বাস করি সৌরভ খুব ভালো কাজ করতে পারবে। আমি তার কাজ দেখেছি। বিসিসিআই সভাপতি হিসেবে বেশ ভালো কাজ করেছে। প্রাতিষ্ঠানিক, কোচিংয়ের কাজের পাশাপাশি খেলোয়াড়দের সঙ্গে সৌরভের জমাট জুটি। এমসিসি কমিটিতেও তার দারুণ প্রভাব ছিল। এজন‌্য আত্মবিশ্বাস নিয়ে বলতে পারছি আইসিসি সভাপতি হলে তার ভালো করার সুযোগ থাকবে।’

 

ঢাকা/ইয়াসিন