খেলাধুলা

ইংল্যান্ডের ব্যাটিং পরামর্শক হলেন ট্রট

পাকিস্তান সিরিজকে সামনে রেখে ইংল্যান্ডের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক ব্যাটসম্যান জনাথান ট্রটকে। ৫ আগস্ট থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচ টেস্ট সিরিজে তিনি জো রুট-বেন স্টোটকদের পরামর্শক হিসেবে কাজ করবেন।

ট্রট গ্রাহাম থোর্পের স্থলাভিষিক্ত হবেন। থোর্প যথারীতি সহকারী কোচের দায়িত্ব পালন করবেন। যিনি ২০১৯ বিশ্বকাপের আগে মার্ক রামপ্রকাশ বরখাস্ত হওয়ার পর থেকে দ্বৈত দায়িত্ব পালন করছিলেন। 

২০১১ সালে ইংল্যান্ড দল যখন টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিল সেই দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন ট্রট। তিনি ২০১৮ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন। ৩৯ বছর বয়সী ট্রট ইংল্যান্ড ও ওয়ারইউকশায়ারের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ১৯ হাজার রান করেছেন। ২০০৯ সালে অ্যাশেজ সিরিজে টেস্ট অভিষেকেই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।

২০১৮ বিশ্বকাপের আগে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং কোচ ছিলেন ট্রট। ছিলেন ইংল্যান্ড লায়ন্সের কোচও।

ট্রটের পাশাপাশি ইংল্যান্ড দলের স্পিন বোলিং পরামর্শক হিসেবে যুক্ত হবেন জিতান প্যাটেল। আর পেস বোলিং পরামর্শক হিসেবে যুক্ত হবেন গ্রায়েম ওয়েলচ।