খেলাধুলা

বিপিএল নিয়ে ফিকার অভিযোগ সত্য নয়: বিসিবি

আজ সোমবার (৩ আগস্ট) আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন ফিকা জানিয়েছে খেলোয়াড়দের ঠিকমতো বেতন না দেওয়া কিংবা একেবারেই না দেওয়া টি-টোয়েন্টি লিগের তালিকায় বিপিএলও রয়েছে। যে ছয়টি লিগের নাম উল্লেখ করা হয়েছে তার মধ্যে একমাত্র বিপিএলই প্রতিষ্ঠিত লিগ।

এ বিষয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য জালাল ইউনুসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন বিপিএল নিয়ে ফিকা যে অভিযোগ তুলেছে সেটা সত্য নয়, ‘ফিকার এই প্রতিবেদন পুরোপুরি সত্য নয়। কিছু ইস্যু হয়তো থাকতে পারে, আমাদের এখানে ড্রাফট ও ড্রাফটের বাইরের খেলোয়াড়দের খেলার সুযোগ আছে। ড্রাফটে থাকা খেলোয়াড়দের সঙ্গে কোন রকম সমস্যা হওয়ার কথা নয়। কারণ, এই বিষয়টি বোর্ড পুরোপুরি ভাবে দেখে। আমরা তাদেরকে পুরোপুরি পেমেন্ট দিয়ে দেই। তবে ড্রাফটের বাইরের ক্রিকেটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে ফ্র্যাঞ্চাইজিরা। ফলে পেমেন্টের সমস্যা ড্রাফটের বাইরের ১/২ জন ক্রিকেটারের সঙ্গে হলে হতে পারে! কিন্তু সেটা মোটেও অনেক বেশি নয়, সামান্য পরিমাণে হতে পারে।’

‘আমাদের কাছে তো কেউ কোনো অভিযোগ করেনি। ফলে ফিকা বললেই আমরা ভিকটিম হয়ে গেলাম, সেটাতো নয়। কোন খেলোয়াড় যদি আমাদের হস্তক্ষেপ চায়, আমার করবো। কিন্তু কেউতো আমাদের কাছে এ বিষয়ে কোন কিছুই বলেনি। কেউ যদি বলে আমরা পাইনি, তাহলে আমার সহযোগিতা করবো।’

দায়বদ্ধতার প্রশ্নে জালাল ইউনুস বলেছেন, ‘দায়বদ্ধতা আছে বলেইতো আমরা পারশ্রমিক পরিশোধ করেই নতুন করে বিপিএল শুরু করেছি। আমাদের আর্থনৈতিক মানদণ্ডের সঙ্গে যায়, এমন পারিশ্রমিক কাঠামো তৈরি করেছি আমরা। অবশ্যই দায়বদ্ধতা আমাদেরই। কিন্তু এমন কিছু ঘটলেই না আমরা দায় নিবো।’