খেলাধুলা

অধিনায়ক রোহিতের এ কেমন তত্ত্ব

ভারতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স। অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে এখন পর্যন্ত সর্বোচ্চ চারবার আইপিএলের শিরোপা জিতেছে দলটি। দল পরিচালনার ক্ষেত্রে অদ্ভুত এক তত্ত্ব মেনে চলেন ভারতীয় ক্রিকেট দলের এই সহ-অধিনায়ক।

রোহিতের মতে, অধিনায়ক হওয়ার কারণে দলের সবচেয়ে কম গুরুত্বপূর্ণ হচ্ছেন তিনি নিজেই। দলের বাকি খেলোয়াড়রা বরং তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ বলে বিশ্বাস করেন রোহিত। আর তাই করোনা পরবর্তী সময়ে তাকে নয়, বরং বাকিদের দিকে বেশি মনোযোগ দেওয়ার কথা বলেছেন মুম্বাইয়ের এই অধিনায়ক।

করোনা সঙ্কট কাটিয়ে ১৯ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াতে চলেছে আইপিএলের পরবর্তী আসর। যা চলবে ১০ নভেম্বর পর্যন্ত। সেই লক্ষ্যে প্রতিটি দল ইতিমধ্যে অনুশীলন শুরু করার পরিকল্পনা গ্রহণ করেছে। তার আগে পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে রোহিত বলেন,

‘আমি একটা তত্ত্বে বিশ্বাস করি যে, যখন আমি দলের অধিনায়ক তখন আমি দলের সবচেয়ে কম গুরুত্বপূর্ণ মানুষ। অন্যরা সুযোগ সুবিধার ক্ষেত্রে আমার চেয়েও বেশি পাওয়া উচিত। আসলে একেক অধিনায়ক একেক রকমভাবে কাজ করে। আমার মতে, আমার জন্য এই তত্ত্বটাই সবচেয়ে বেশি কাজে দেয়।’

এদিকে আইপিএলের জন্য সামনের সপ্তাহ থেকে নিজেকে ফিরে পেতে অনুশীলন শুউর করবেন জানিয়ে রোহিত আরও যোগ করেন, ‘আশা করি, সামনের সপ্তাহ থেকে জিমগুলো খুলে যাবে। তাহলে আমি ইনডোরে স্ট্রেংথ ট্রেনিং সেশন করতে পারবো। বর্তমানে মুম্বাইয়ের যে বাজে অবস্থা, এই সময়ে বাইরে বেরুনো সম্ভব নয়।’