খেলাধুলা

শহীদ শেখ কামালের নামে হবে যুব ক্রিকেট লিগ

বাংলাদেশের খেলাধুলা এবং ক্রিকেটে অসামান্য অবদান রাখায় শহীদ শেখ কামালের সম্মানার্থে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দারুণ এক উদ্যোগ নিয়েছে।  জাতীয় ক্রিকেট লিগের পাশাপাশি যুব ক্রিকেট লিগের নামকরণ করা হচ্ছে ক্রীড়া অন্তঃপ্রাণ শেখ কামালের নামে। সামনের মৌসুম হতে যুব ক্রিকেট লিগের নতুন নাম হবে, ‘শহীদ ক্যাপ্টেন শেখ কামাল ইয়ুথ ক্রিকেট লিগ’।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এক ভিডিও বার্তায় আজ (বৃহস্পতিবার) এমন ঘোষণা দিয়েছেন। তিনি শহীদ শেখ কামালকে স্মরণ করে বলেন,

‘যার হাত ধরে বাংলাদেশের ক্রীড়াঙ্গন পেয়েছে আধুনিকতার ছোঁয়া, সেই আমাদের সকলের প্রিয় কামাল ভাইয়ের ক্রীড়াক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতি স্বরুপ এবং তার প্রতি শ্রদ্ধা নিবেদনের স্মারক হিসেবে আমাদের জাতীয় যুব (অনূর্ধ্ব-১৯) ক্রিকেট চ্যাম্পিয়নশিপের নামকরণ করছি শহীদ ক্যাপ্টেন শেখ কামাল ইয়ুথ ক্রিকেট লিগ।’

নাজমুল হাসান পাপন আরও বলেন, ‘প্রতিবছর চার জোনে ভাগ করে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ওই আসরে বাছাই করা ক্রিকেটারদের অনুর্ধ্ব-১৯ দলে নেব। সেজন্য নতুন নতুন ছেলে বাছাই করতে চাই। অনুর্ধ্ব-১৯ দলের ওপর বেশি জোর দিচ্ছি আমরা।’

বিসিবি প্রধান মনে করেন, যুব বিশ্বকাপ বিজয়ে শেখ কামাল অনেক খুশি হতেন এবং যুবাদের নানাভাবে অনুপ্রাণিত করতেন। তিনি আরও যোগ করেন, ‘আমার মনে হয় বাংলাদেশ যুব ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে, কামাল ভাই বেঁচে থাকলে এ নিয়ে সবচেয়ে বেশি খুশি হতেন।'

যুব ক্রিকেট লিগ হচ্ছে অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারদের নিয়ে চার দলের এক টুর্নামেন্ট। যেখানে প্রতিটি দল প্রতি রাউন্ডে একটি করে চারদিনের এবং একদিনের ম্যাচ খেলবে।