খেলাধুলা

রোনালদোদের কোচ হলেন পিরলো

চ্যাম্পিয়নস লিগ থেকে জুভেন্টাসের বিদায়ের পরপরই দলটির কোচের দায়িত্বে থাকা মাউরিসিও সারিকে বরখাস্ত করেছে জুভেন্টাস। তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে জুভেন্টাসের সাবেক ফুটবলার আন্দ্রে পিরলোকে।

শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জুভেন্টাস বিষয়টি নিশ্চিত করেছে। গত সপ্তাহেই জুভেন্টাসের অনূধ্র্ব-২৩ দলের দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে। হুট করেই রোনালদো, দিবালাদের জন্য তাকে মনোনিত করা হলো। ২০১৭ সালে এ ক্লাবে ক্যারিয়ার শেষ করেছিলেন ইতালির কিংবদন্তি। তিন বছর নিউ ইয়র্ক সিটি এফসিতে খেলার পর পিরলো ফিরছেন পুরোনো তাঁবুতে।

২০১১ থেকে ২০১৫ পর্যন্ত জুভেন্টাসে কাটিয়েছেন পিরলো। এ সময়ে ক্লাবের হয়ে চারটি সিরি ‘আ’ লিগ এবং ২০১৪-১৫ মৌসুমে কোপা ইতালিয়া এবং ২০১২ ও ২০১৩ সালে সুপারকোপা ইতালিয়ানা জিতেছেন পিরলো। নিউ ইয়র্ক সিটি এফসির হয়ে ৬২ ম্যাচ খেলেছেন পিরলো। এ সময়ে গোল করেছেন মাত্র একটি।

এছাড়া ইতালির জার্সিতে ১১৬ ম্যাচে ১৩ গোল করেছেন এ কিংবদন্তি। ২০০৬ সালে ইতালিকে বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন পিরলো। ফাইনালে তার কর্ণার কিক থেকে গোল করেছিলেন মাতেরেজ্জি। ফ্রান্সের সঙ্গে তাদের লড়াই ১-১ এ ড্র হয়েছিল। পরবর্তীতে পেনাল্টিতে ৫-৩ গোলে ম্যাচ জিতে বিশ্বকাপ জেতে ইতালি। ম্যান অব দ্য ম্যাচ হন পিরলো। প্লেয়িং লাইফ শেষ করার পর প্রথমবার কোচিংয়ে প্রবেশ করতে যাচ্ছেন এ কিংবদন্তি।

গত বছরের জুনে তিন বছরের চুক্তিতে জুভেন্টাসের দায়িত্ব নিয়েছিলেন সারি। তার অধীনে গত মাসে টানা নবম ‘সিরি আ’ শিরোপা জেতে বিয়েঙ্কোরা। কিন্তু চ্যাম্পিয়ন লিগের ব্যর্থতার পরপরই ৬১ বছর বয়সী এই কোচকে বিদায় বলে দিলো জুভরা।