খেলাধুলা

বিসিসিআই আর্থিক সংকটে পড়বে না: সৌরভ

মাত্র পাঁচ বছরের চুক্তি, তাতেই ২২০০ কোটি রুপি! প্রতি বছরের আইপিএলে টাইটেল স্পন্সরের জন্য ৪৪০ কোটি রুপি করে বিসিসিআইকে দেওয়ার কথা চীনা প্রতিষ্ঠান ভিভোর।

কিন্তু লাদাখে সীমান্তে দুই দেশের সৈন্যদের সংঘর্ষে ভারতীয় ২০ সদস্য মারা যাওয়ার পর চিত্রটা বদলে যায়। ভারতীয়রা বয়কট করতে শুরু করে চীনা পণ্য। সে ধারাবাহিকতায় বিসিসিআইকেও বাতিল করতে হয় চীনা মোবাইল উৎপাদনকারী প্রতিষ্ঠান ভিভোর সঙ্গে চুক্তি।

এদিকে এই চুক্তি বাতিল হওয়াতে টুর্নামেন্টের অনেক ফ্র্যাঞ্চাইজি আপত্তি তুলেছিল। বিপুল পরিমাণ অর্থের হাতছানি থেকে দূরে থাকা এবং ক্ষতির কথাও তুলেছিল। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি এখানে ব্যতিক্রম।

সৌরভ বরং ভিভোর সঙ্গে এই চুক্তিকে একটা ছোট ভুল বলে দাবি করেন। এছাড়াও সৌরভ জানিয়েছেন, বিসিসিআই আর্থিকভাবে শক্তিশালী। ফলে কোনো প্রকার আর্থিক সংকটের মুখে পড়বে না ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।

বিসিসিআইয়ের শক্ত আর্থিক ভিত্তির কথা টেনে সৌরভ বলেন, ‘বিসিসিআইয়ের আর্থিক ভিত্তি খুবই শক্ত। অতীতের সংগঠকেরা ভারতীয় ক্রিকেটকে এমন শক্ত জায়গায় নিয়ে গেছেন যে এ ধরনের সমস্যা বিসিসিআই খুব ভালোভাবেই সামলাতে পারবে।’

তবে এই মুহূর্তে বিকল্প ভাবনা করছে জানিয়ে সৌরভ আরও যোগ করেন, ‘এ ব্যাপারে আমরা বিকল্প পন্থা ভাবছি। ভিভোর ঘটনাটি ছোট্ট একটা ভুল। এটি কোনো আর্থিক সংকট তৈরি করবে না।’

সৌরভ তার সঙ্গে আরও যুক্ত করেন, ‘আপনাকে সব সময় যেকোনো বিষয়ে বিকল্প ভেবে রাখতে হবে। বুদ্ধিমানরা তাই করে। ভালো ব্র্যান্ডও অবশ্যই তা-ই করবে। যেকোনো ভালো করপোরেট প্রতিষ্ঠানেরও তেমন পরিকল্পনাই থাকে। বিসিসিআইয়েরও আছে।’