খেলাধুলা

বৃষ্টি বিঘ্নিত প্রথম দিন ইংল্যান্ডের 

ইংল্যান্ড-পাকিস্তানের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের অধিকাংশ সময়েই ছিল মেঘ আর বৃষ্টির লুকোচুরি। তার মধ্যেও থেমে থেমে হয়েছে খেলা। যদিও ৯০ ওভারের অর্ধেক ৪৫.৪ ওভার খেলা হয়েছে। সেখানে পাকিস্তান ৫ উইকেট হারিয়ে ১২৬ রান তুলতে পেরেছে। বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনটি দারুণভাবে নিজেদের করে নিয়েছে ইংলিশরা।

ক্রিজে আছেন বাবর আজম (২৫) ও মোহাম্মদ রিজওয়ান (৪)। তারা দুজন শুক্রবার আবার ব্যাট করতে নামবেন।

টস জিতে ব্যাট করতে নেমে ৬ রানেই প্রথম উইকেট হারায় পাকিস্তান। অ্যান্ডারসনের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান শান মাসুদ (১)। সেখান থেকে আবিদ আলী ও অধিনায়ক আজহার আলী ৭২ রানের জুটি গড়েন। ৭৮ রানের মাথায় আজহার আলীকে (২০) ফিরিয়ে এই জুটি ভাঙেন অ্যান্ডারসন।

ইংল্যান্ডের বোলিং আক্রমণের বিরুদ্ধে দারুণ খেলছিলেন আবিদ আলী। কিন্তু দলীয় ১০২ রানের মাথায় তাকে ফিরিয়ে ইংল্যান্ড শিবিরে স্বস্তি ফেরান স্যাম কুরান। ১১ বল খেলে ৭টি চারের সাহায্যে ৬০ রান করে যান আবিদ। ১১৭ রানের মাথায় আসাদ শফিককে ফেরান স্টুয়ার্ড ব্রড। ৫টি রান আসে আসাদের ব্যাট থেকে। ১২০ রানের মাথায় ক্রিস ওকসের বলে ডাক মেরে ফেরেন ফাওয়াদ আলম।

সেখান থেকে বাবর আজম ও রিজওয়ান মিলে বাকি সময়টুকু শেষ করে আসেন।