খেলাধুলা

উইলিয়ানের সঙ্গে তিন বছরের চুক্তি আর্সেনালের

আগস্টের শুরুতে ব্রাজিলিয়ান মিডফিল্ডার উইলিয়ান নিশ্চিত করেছিলেন, চেলসি ছাড়ছেন তিনি। উত্তর লন্ডনের দল আর্সেনালে যোগ দেওয়ার বিষয়টিও ছিল চূড়ান্ত। এবার জানা গেল, উইলিয়ান তিন বছরের চুক্তি করছেন গানারদের সঙ্গে।

সাও পাওলোতে কোরিন্থিয়ান্সের হয়ে ক্যারিয়ার শুরু করেন উইলিয়ান। এরপর ২০১৩ সালে যোগ দেন চেলসিতে। ক্লাবটির সঙ্গে সফল সাত বছর কাটান উইলিয়ান। এসময় ৩৩৯ ম্যাচে ৬৩ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেন ৫৬ গোল। ক্লাবটির হয়ে জেতেন দুটি প্রিমিয়ার লিগের শিরোপা, এফএ কাপ এবং ইউরোপা লিগের শিরোপাও।

চলতি গ্রীষ্মেই চেলসির সঙ্গে চুক্তি শেষ হয়ে যায় চেলসির। এবার চির প্রতিদ্বন্দ্বী আর্সেনাল শিবিরে যোগ দিলেন উইলিয়ান। তাও কোনো ট্রান্সফার ফি ছাড়াই। এবার তিন বছরের চুক্তিও করলেন।

আর্সেনাল কোচ মিকেল আর্তেতা ব্রাজিলিয়ান এই মিডফিল্ডারকে দলে ভেড়ানোর বিষয়ে বলেন, ‘আমি বিশ্বাস করি, আর্সেনালের হয়ে সে অন্য দলের সঙ্গে পার্থক্য গড়ে দিতে পারবে। আমরা গত কয়েক মাস ধরে তার দিকে নজর রাখছিলাম, আমরা তার মতো একজন আক্রমণাত্মক ফুটবলারই চাইছিলাম। উইলিইয়ান দুই তিনটা পজিশনে খেলতে সক্ষম।’