খেলাধুলা

রিজওয়ান ও আবহাওয়া হতাশ করলো ইংল্যান্ডকে

দ্বিতীয় টেস্টে বৃষ্টি বেশ বাগড়া দিচ্ছে। প্রথম দিন বৃষ্টির কারণে খেলা হয় মাত্র ৪৫.৪ ওভার। দ্বিতীয় দিনে আরো কম ৪০.২ ওভার। বৃষ্টির সঙ্গে দ্বিতীয় দিনে ইংল্যান্ডকে হতাশ করেছেন মোহাম্মদ রিজওয়ান। তার ব্যাটিং দৃঢ়তায় ৯ উইকেট হারিয়ে ২২৩ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে পাকিস্তান। 

রিজওয়ান ৬০ রানের অপরাজিত আছেন। তার সঙ্গে শেষ ব্যাটসম্যান হিসেবে ১ রান নিয়ে অপরাজিত আছেন নাসিম শাহ।

৫ উইকেট হারিয়ে ১২৬ রান তুলে প্রথম দিন শেষ করেছিল পাকিস্তান। আগের দিন অপরাজিত থাকা বাবর আজম ৪৭ রান করে ফেরেন। ১৫৮ রানের মাথায় তাকে ফেরান স্টুয়ার্ড ব্রড। ১৭১ রানের মাথায় আউট হন ইয়াসির শাহ। অ্যান্ডারসনের তৃতীয় শিকারে পরিণত হন তিনি। ১৭৬ রানের মাথায় ডাক মেরে ফেরেন শাহীন শাহ আফ্রিদি। তিনি রান আউটে কাটা পড়েন। ২১৫ রানের মাথায় নবম ব্যাটসম্যান হিসেবে আউট হন মোহাম্মদ আব্বাস। তাকে সরাসরি বোল্ড করেন ব্রড।

এরপর নাসিম শাহকে নিয়ে দিন শেষ করে আসেন রিজওয়ান। ১১৬ বল খেলে ৫ চারে ৬০ রানে অপরাজিত আছেন তিনি। তার সঙ্গে ১ বল খেলে ১ রান নিয়ে অপরাজিত আছেন নাসিম শাহ।

পাকিস্তানের ৯টি উইকেটের ৬টি নিয়েছেন জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ড ব্রড। ২টি নিয়েছেন স্যাম কুরান ও ক্রিস ওকস।