খেলাধুলা

মেসির জীবন বার্সেলোনার সঙ্গেই বাঁধা: রিভালদো

লা লিগার শিরোপা খোয়ানো, শিরোপাহীন মৌসুম কাটানো, চ্যাম্পিয়নস লিগের ভরাডুবি; সবমিলিয়ে লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার গুঞ্জন বেশ জোরেসোরেই উঠেছে। তবে ক্লাব সভাপতি জোসেফ বার্তোমেউ জানিয়েছেন কাতালান শিবিরে ক্যারিয়ার শেষ করবে মেসি। এবার সেই সুর ভেসে উঠলো সাবেক বার্সা এবং ব্রাজিলের তারকা রিভালদোর কণ্ঠেও। বিশ্বকাপজয়ী এই ব্রাজিলিয়ান মনে করেন, মেসির জীবন বার্সেলোনার সঙ্গেই বাঁধা।

চ্যাম্পিয়নস লিগে দলের বাজে হারে মেসি কষ্ট পেয়েছে দাবি করে রিভালদো বেটফেয়ারে নিজের এক কলামে বলেন, ‘আমি নিশ্চিত, ওই হারের পর সে খুব কষ্ট পেয়েছিল।’ তবে মেসির জীবন বার্সেলোনার সঙ্গে বাঁধা জানিয়ে রিভালদো আরও যোগ করেন, ‘এতদিন ক্লাব মেসির জন্য যা করেছে, এজন্য সে অনেক কৃতজ্ঞ। আর তার জীবন তো এই শহরেই বাঁধা। সে যখন ফুটবল ছাড়ার কথা ভাববে, তখনও সে বার্সেলোনাতেই থাকবে।’

তবে এই মুহূর্তে মেসির বার্সা ছাড়ার গুঞ্জন ক্লাবটিকে অস্থির করে তুলেছে জানিয়ে এই ব্রাজিলিয়ান আরও বলেন, ‘৮-২ গোলে হারের পর মনের মধ্যে বিভিন্ন চিন্তা আসাটা স্বাভাবিক। মেসিও হয়তো মুহূর্তের জন্য চিন্তা করেছে, বার্সা ছাড়ার সময় হয়েছে। তবে ভালোমতো না ভেবে এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সে নেবে না। আর এই গুঞ্জন পরিষ্কারভাবেই ক্লাবকে আরও অস্থির করে তুলেছে।’

বোর্ডের সঙ্গে আলোচনা না করে হুট করে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত মেসি কখনোই নেবে না বলে বিশ্বাস করেন রিভালদো। তার ভাষ্যে, ‘আমি মনে করি না, বোর্ডের সঙ্গে কথা না বলে সে এমন সিদ্ধান্ত নেবে। সম্পর্কটা অনেক বছরের, উভয় পক্ষকেই যা অনেক কিছু দিয়েছে। ট্রান্সফার ফি ছাড়া মেসি ক্লাব ছাড়বে না। বছরের পর বছর সে যা করেছে এবং তার ব্যক্তিত্বকে মাথায় রেখে আমি এই কথা বলছি।’