স্পোর্টস ডেস্কঢাকা, ৪ ফেব্রুয়ারি : ক্রিকেট একজন মানুষকে সম্মানের সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে পারে। দিতে পারে যশ-খ্যাতি আর অগাধ সম্মান। তারই জ্বলন্ত প্রমাণ শচীন রমেশ টেন্ডুলকার। ক্রিকেট তাকে কি দেয়নি? বাড়ি-গাড়ি-সুন্দরী নারী সবই পেয়েছেন তিনি। সর্বশেষ হলেন রাজ্যসভার সদস্য।এবার ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘ভারতরত্ন’ পেলেন তিনি। মঙ্গলবার নয়াদিল্লিতে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে রাষ্ট্রপতি প্রণব মুখার্জির হাত থেকে ভারতরত্ন পুরস্কার নেন ‘ক্রিকেট ঈশ্বর’ শচীন। পুরস্কার অনুষ্ঠানে সস্ত্রীক হাজির হয়েছিলেন শচীন। দেশের সর্বোচ্চ বেসামরিক এ পুরস্কার পাওয়া প্রথম ক্রীড়া ব্যক্তিত্ব হলেন শচীন। গত নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে নিজের ২০০তম টেস্ট খেলে অবসর নেওয়ার পরক্ষণেই টেন্ডুলকারকে এ পুরস্কার দেওয়ার ঘোষণা দেয় রাষ্ট্রপতি ভবন। সক্রিয় ক্রীড়াবিদ হিসেবে গত বছর রাজ্যসভার প্রথম সদস্যও নির্বাচিত হন এই তারকা ক্রিকেটার।ভারতরত্নের নির্দিষ্ট বিবরণ অনুসারে, এটি একটি গোলাকার সোনার পদক, যার মধ্যে অঙ্কিত জাতীয় প্রতীক ও নীতিবাক্যটি রয়েছে। পদকটি অশ্বত্থ পাতার আদলে নির্মিত। এর একদিকে দেবনাগরী লিপিতে ‘ভারতরত্ন’ কথাটি লিখিত। অপরদিকে জাতীয় প্রতীক ও নীতিবাক্যটি খচিত।
সাল পুরস্কার২০১৪ ভারতরত্ন২০০৮ পদ্মভূষণ১৯৯৯ পদ্মশ্রী১৯৯৭-৯৮ রাজীব গান্ধী খেলরত্ন১৯৯৪ অর্জুনা অ্যাওয়ার্ড
রাইজিংবিড / আমিনুল/ আবু মো.