খেলাধুলা

মেসি-রোনালদো-নেইমার-গার্দিওলা একই ক্লাবে!

শিরোনাম দেখেই চক্কু চড়কগাছ হওয়ার উপক্রম! সে হতেই পারে। তবে এমন সম্ভাবনার কথা বলছেন প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) সাবেক ফরাসি ফুটবলার ফ্যাব্রিক প্যানক্রেট। আর বিশ্ব ফুটবলের এই রথী-মহারথীরা এক হবেন পিএসজির শিবিরে, এমনটাই বিশ্বাস প্যানক্রেটের।

২৫ আগস্ট লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ার ঘোষণা দেওয়ার পর, আর্জেন্টাইন তারকার নতুন গন্তব্য হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় আছে ম্যানচেস্টার সিটি এবং পিএসজি। ইতিমধ্যে ফরাসি ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো ফোন করেছেন মেসির এজেন্ট এবং বাবা হোর্হে মেসিকে। যেখানে তিনি জানিয়েছেন, ছয়বারের ব্যালন ডি’অর এই তারকাকে দলে পেতে চায় পিএসজি।

আর সেই সম্ভাবনা দেখছেন প্যানক্রেটও। ২০০৪-০৯ পর্যন্ত পিএসজি শিবিরে কাটানো এই মিডফিল্ডার বলেন, ‘আমি যেটা ভাবছি, সেটাই কেবল আপনাদের বলছি। আমি সব বিবেচনা করে দেখলাম, মেসি ম্যানসিটি নয় বরং পিএসজিতে যোগদান করবেন।’

এরপরে ৪০ বছর বয়সী প্যানক্রেট রোনালদো এবং গার্দিওলার পিএসজি শিবিরে যোগ দেওয়া নিয়ে বলেন, ‘আমি জানি, মেসি এবং গার্দিওলা কথা বলেছে। সেখানে গার্দিওলা মেসিকে নিশ্চয়ই বলেছে, মেসিকে তিনি ম্যানসিটিতে চান। তবে ম্যানসিটি না হলে পিএসজিতে যোগ দিতেই মেসিকে বলেছেন গার্দিওলা। কারণ, ২০২১ সালে গার্দিওলা এবং রোনালদোও যোগ দিবেন পিএসজিতে।’

প্যানক্রেট আরও যোগ করেন, ‘পিএসজি প্রথম দল হিসেবে মেসি, রোনালদো, নেইমার, এমবাপ্পের মতো চার এলিয়েন নিয়ে দল সাজাবে। যাদের কোচ থাকবে গার্দিওলা। আর এটাই পিএসজির স্লোগান। বড় স্বপ্ন দেখো।’