খেলাধুলা

কোমর বেঁধে চললো প্রস্তুতি

তপ্ত দুপুরে সেন্ট্রাল উইকেটে ব্যাটিংয়ে মুশফিক। বোলিংয়ে অফস্পিনার মাহমুদউল্লাহ। পেছনে দাঁড়িয়ে দুই সিনিয়রের ব্যাটিং-বোলিং দেখছেন তাইজুল, মুমিনুল, আমিনুল। আরেকপাশে তিন বিদেশি কোচ ডমিঙ্গো, গিবসন ও কুক।

দীর্ঘ সাত মাস পর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দেখা মিলল এমন দৃশ্য। করোনা মহামারিতে দীর্ঘদিন বন্ধ ছিল ক্রিকেট। জৈব সুরক্ষা বলয়ে ক্রিকেটাররা মাঠে ফিরলেও কোচিং স্টাফরা ছিলেন যার যার দেশে। শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে টিম ম্যানেজেন্টের প্রত্যেকে যোগ দিয়েছেন শিষ্যদের ট্রেনিংয়ে। তাদের উপস্থিতিতে মঙ্গলবার থেকে শুরু হলো পুরোদমে অনুশীলন।

জাতীয় দলের আনুষ্ঠানিক অনুশীলন এখনও শুরু হয়নি। সিরিজ চূড়ান্ত হলে ২১ সেপ্টেম্বর থেকে জাতীয় দলের ট্রেনিং। তবে থেমে নেই নিজেদের প্রস্তুতি। মিরপুরে কোমর বেঁধে প্রস্তুতি নিয়েছেন ক্রিকেটাররা।

মিরপুরে জাতীয় দলের কোচিং স্টাফদের নিয়ে ক্রিকেটাররা যেভাবে অনুশীলন করেছেন তাতে বোঝাই যাচ্ছে শ্রীলঙ্কা সফর নিয়ে বেশ সিরিয়াস ক্রিকেটাররা। তামিম ইকবাল দুই দফা ব্যাটিং করেছেন। একবার সেন্ট্রার উইকেট। একবার ইনডোরে। সেন্ট্রাল উইকেটে তাকে বল থ্রো করেছেন রায়ান কুক ও ডমিঙ্গো।

ওটিস গিবসনকেও দুই একবার দেখা গেছে বল থ্রো করতে। আজকের অনুশীলনে ছিলেন না কোনো পেসার। বসে না থেকে গিবসন ব্যাটসম্যানদের ঝালিয়ে নিতে ভূমিকা রেখেছেন। এছাড়া জাতীয় দলের ট্রেনার নিকোলাস লি ক্রিকেটারদের ফিটনেস নিয়ে কাজ করেছেন।

সূচি অনুযায়ী ১১ ক্রিকেটার ছিলেন আজকের অনুশীলনে। পালাক্রমে ব্যাটিং, বোলিং করেছেন প্রায় সবাই। ব্যাটিংয়ের পর বোলিংয়ে দেখা গেছে টেস্ট অধিনায়ক মুমিনুল হককেও। সাদমান ইসলাম পুরোদমে ব্যাটিং করেছেন ইনডোরে।

সব মিলিয়ে ক্রিকেটাররা যেভাবে প্রস্তুতি নিচ্ছেন তাতে বোঝার উপায় নেই শ্রীলঙ্কা সফর এখনও অনিশ্চয়তায়। তাদের নিবেদনে ঘাটতি নেই। ঘাম ঝরানো প্রতিটি সেশন মনে করিয়ে দিচ্ছে, মাঠে ফিরতে উৎগ্রীব তামিম, মুশফিক, মাহমুদউল্লাহরা।