খেলাধুলা

পাঁচ বছরের জমে থাকা পুরস্কার একবারে দিলো বাফুফে

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনের প্রায় দুই সপ্তাহ আগে পাঁচ বছর ধরে জমে থাকা ২৩টি ট্রফি দেওয়া হলো একবারে। সোমবার এই পুরস্কারগুলো দেওয়া হয়।

ছয় বছর আগে দিলকুশা স্পোর্টিং ক্লাব তৃতীয় বিভাগ ফুটবল লিগে চ্যাম্পিয়ন হয়ে উঠেছিল দ্বিতীয় বিভাগে, বিকেএসপি হয়েছিল রানার্স-আপ। অনেক ঘাম ঝরিয়ে তারা চ্যাম্পিয়ন ও রানার্স-আপ হলেও গৌরবের মুকুট অধরাই থাকে তাদের, সঙ্গে ছিল প্রাইজমানিও। ২০১৪ সালের সেই পুরস্কার দিলকুশা ও বিকেএসপি ২০২০ সালে এসে। তবে প্রাইজমানি কবে পাবে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। সোমবার বাফুফে তাদের হাতে তুলে দেয় ট্রফি। 

শুধু দিলকুশা-বিকেএসপির নয়, গত পাঁচ বছরের ২৩টি শিরোপা পেয়েছে বিভিন্ন দল। বাফুফের আরেকটি নির্বাচনের আগে হঠাৎ করে ক্লাবগুলোকে কেন শিরোপা তুলে দেওয়া হয় এ নিয়ে প্রশ্ন উঠছে ক্রীড়া মহলে। দিলকুশার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বলেন, ‘নির্বাচনের ঠিক আগে কেন শিরোপা দেওয়া হচ্ছে সেটা মোটামুটি সবাই বুঝে গেছে।’ 

২০১৫ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত বিভিন্ন প্রতিযোগিতার ২৩ পুরস্কার ক্লাবগুলোকে তুলে দেওয়া হয়েছে। এর মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নশিপ লিগ, প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ ও তৃতীয় বিভাগের পুরস্কার রয়েছে। 

পুরস্কারের মধ্যে ছয়টি চ্যাম্পিয়ন, ১১টি রানার্স-আপ, তিনটি তৃতীয়, দুইটি চতুর্থ ও একটি পঞ্চম স্থানের। ছয় বছর পর পুরস্কার প্রদান করা নিয়ে আনুষ্ঠানিক কোনও ব্যাখ্যা দেননি বাফুফের কেউ। তবে নিজ বক্তব্যে কাজী সালাহ্উদ্দিন প্রতিশ্রুতি দিয়েছেন, ‘টুর্নামেন্ট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দেওয়া হবে ট্রফি ও প্রাইজমানি।’ 

এদিকে বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুল সালাম মুর্শেদী জানান, ‘শিরোপার পাশাপাশি তৈরি আছে প্রাইজমানির চেক। ক্লাবগুলো বাফুফের হিসাবরক্ষণ বিভাগ থেকে চেক সংগ্রহ করতে পারবেন।’