খেলাধুলা

বিরাট-আনুশকা বিতর্কে নিজের অবস্থান তুলে ধরলেন গাভাস্কার

‘লকডাউনে আনুশকার বোলিংয়ে অনুশীলন করেছে কোহলি’- সুনীল গাভাস্কারের এমন মন্তব্যের পর ক্ষোভ জানিয়েছেন কোহলি পত্নী আনুশকা। ভারতীয় কিংবদন্তি গাভাস্কারের কাছে আনুশকা জানতে চেয়েছেন, কেন তাকে টেনে আনা হয়েছে, সেই বিষয়টি প্রকাশ করতে। এবার সেই মন্তব্য নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন গাভাস্কার।

ভারতীয় এই ব্যাটিং কিংবদন্তি জানিয়েছেন, তার কথাকে অন্যভাবে নেওয়া হয়েছে। তিনি কোহলির ব্যর্থতার জন্য আনুশকাকে কোনোভাবেই দায় দেননি।

বৃহস্পতিবার কিংস এলাভেন পাঞ্জাবের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে সুপার ফ্লপ ছিলেন কোহলি। পাঞ্জাব অধিনায়ক রাহুলের দুটি ক্যাচ মিস করেছেন শুরুতে। পরবর্তীতে ১৩২ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলকে ভালো অবস্থানে নিয়ে যান রাহুল। পরবর্তীতে ২০৭ রান তাড়া করতে নেমে ১ রানে বিদায় নেন কোহলি।

তখন আকাশ চোপড়ার সঙ্গে আলোচনাকালে কোহলির সমালোচনা করেন গাভাস্কার। সেখানে এই কিংবদন্তি নিয়ে আসেন আনুশকার নাম। যা নিয়ে শুরু হয় তর্ক-বিতর্ক। তবে ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে গাভাস্কার সব পরিষ্কার করেন।

এই কিংবদন্তি বলেন, ‘আমি ও আকাশ হিন্দি চ্যানেলে ধারাভাষ্য করছিলাম। তখন আকাশ বলছিল যে, ক্রিকেটারদের পারফরম্যান্সে অনুশীলনের অভাবে মরিচা ধরেছে। আর এটাই ছিল পয়েন্ট। কোহলিও কোনো অনুশীলন করতে পারেনি, কেবল আনুশকার বোলিংয়ের বিপক্ষে বাসার ছাদের ওইটুকুই। আমি কেবল এটাই বলেছি। শুধু বোলিং, আমি অন্য কোনো শব্দ ব্যবহার করিনি। সে তাকে বোলিং করেছিল, এটাই। কোথায় আমি তাকে দোষারোপ করলাম? সেক্সিস্টের মতো কোন কথাটা বললাম আমি?’

তিনি আরও যোগ করেন, ‘আমি বোঝাতে চেয়েছি, লকডাউনে কোহলিসহ কেউই অনুশীলন করতে পারেনি। আমি কোনো সেক্সিস্ট কথা বলিনি। যদি কেউ এটাকে এভাবে ব্যাখ্যা করে, আমি কি করতে পারি? আমি কেবল বলেছি, ভিডিওতে দেখাচ্ছে সে কোহলিকে বোলিং করছে। লকডাউনে ওই বোলিংটাই কেবল খেলেছে কোহলি। এখানে কোহলির ব্যর্থতার জন্য তাকে কোথায় দায় দিলাম আমি?’

বিদেশ সফরে পরিবার সঙ্গে নিয়ে যাওয়ার বিষয়ে সমর্থন দিয়েছিলেন গাভাস্কার, সেই প্রসঙ্গ টেনে এনে এই কিংবদন্তি আরও বলেন, ‘আমি একজন যে কিনা সফরে ক্রিকেটারদের স্ত্রী নিয়ে যাওয়ার জন্য সবসময় সমর্থন করেছি। কারণ, অন্য সাধারণ মানুষের মতো কাজ শেষে তাদেরও স্ত্রীর কাছে ফেরা উচিত। তাই বলছি, আমি আনুশকাকে দোষ দিচ্ছি না।’