খেলাধুলা

করোনায় স্থগিত হয়ে গেল মাজানসি সুপার লিগ

করোনাভাইরাস মহামারির কারণের এই বছরের জন্য থমকে গেলো দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট মাজানসি সুপার লিগ। দক্ষিণ আফ্রিকার এই ঘরোয়া টুর্নামেন্টটি এক বছরের জন্য স্থগিত করা হয়েছে।

সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। যেখানে বলা হয়েছে, স্থগিত হয়ে যাওয়া এই বছরের মাজানসি সুপার লিগের আসরটি সামনের বছরের নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠিত হবে।

২০১৮ সালে প্রথমবারের মতো আয়োজিত হয় দক্ষিণ আফ্রিকার ঘরোয়া এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট। উদ্বোধনী আসরে শিরোপা জিতেছিল জোজি স্টারস। এর পরের বছর চ্যাম্পিয়ন হয় পার্ল রকস।

দক্ষিণ আফ্রিকায় এর আগে তিন জাতির টুর্নামেন্ট সলিডারিটি কাপ আয়োজিত হয়। যেখানে চ্যাম্পিয়ন হয়েছিল এবি ডি ভিলিয়ার্সের ঈগলস।