খেলাধুলা

মার্শের গোড়ালির স্ক্যান রিপোর্ট পায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া

আইপিএলে খেলতে এসে অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শ। প্রথম ম্যাচে গোড়ালির চোটে পড়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন তিনি। দেশে ফিরতে ফ্লাইট জটিলতার মুখোমুখি হয়েছিলেন। শেষ পর্যন্ত পার্থে ফিরলেও তার গোড়ালির স্ক্যান রিপোর্ট সংযুক্ত আরব আমিরাত থেকে এখনও পৌঁছায়নি ক্রিকেট অস্ট্রেলিয়ার হাতে। রিপোর্টটা কোথায়ও তাও জানেন না মার্শ।

মঙ্গলবার পার্থে ফিরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলন করেন মার্শ। সেখানে তিনি কোয়ারেন্টাইনে আছেন। এই পরিস্থিতিকে কী বলছেন তিনি? এই পেসার বলেছেন, ‘সংযুক্ত আরব আমিরাতে করা স্ক্যান রিপোর্ট নিয়ে কী হয়েছে আমরা সত্যিই জানি না। এমনকি ক্রিকেট অস্ট্রেলিয়াও তা হাতে পায়নি। এটা এক অদ্ভুত পরিস্থিতি।’

চোটে পড়ার ঘটনাকে দুর্ভাগ্যজনক বললেন মার্শ, যেখানে মাত্র চার বল করেছেন এবং শেষ দিকে ব্যাট করতে নেমে প্রথম বলেই হয়েছেন আউট। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে প্রথম ম্যাচ খেলে ফিরতে হলো দেশে। এবার তার লক্ষ্য শেফিল্ড শিল্ডে ফেরা। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া দলের অধিনায়ক বললেন, ‘এটা সত্যিই হতাশার এবং কিছুটা দুর্ভাগ্যের। আমি শুধু ডাইভ দিয়ে বল ধরতে চেষ্টা করেছি, যা আমার ক্যারিয়ারে হাজারবার করেছি। এটা সত্যিই দুর্ভাগ্যজনক চোট। আশা করি আমি শেষ (শিল্ড) ম্যাচে কিংবা অন্তত শেষ দুই ম্যাচে খেলতে পারবো।’

মার্শের জন্য চোট নতুন কিছু নয়। ২০১৭ সালে রাইজিং পুনে সুপারজায়ান্টের হয়ে খেলার সময় সাইড স্ট্রেইনে আইপিএল থেকে ছিটকে যান। গত চার বছরের মধ্যে ২০১৭ সালে ডান কাঁধে ও পরের বছর বাম গোড়ালিতে অস্ত্রোপচার করান। গত বছর অস্ট্রেলিয়ান মৌসুমে শেফিল্ড শিল্ডের ম্যাচে আউট হওয়ার পর দেয়ালে ঘুষি মেরে ডান হাত ভেঙে ফেলেন। তবে এবারের চোটে অস্ত্রোপচার করাতে হবে না বলে আশা মার্শের।