খেলাধুলা

তিন দলের টুর্নামেন্টের নাম ‘বিসিবি প্রেসিডেন্টস কাপ’

১১ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের নাম চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন দলের এ টুর্নামেন্টের নাম ‘বিসিবি প্রেসিডেন্টস কাপ’। 

বাংলাদেশের জাতীয় দলের স্কিল ক্যাম্পে তিন দিনের প্রস্তুতি ম্যাচের বদলে তিন দলের এই প্রতিযোগিতার আয়োজন করেছে ক্রিকেট বোর্ড। তিন দলের নেতৃত্ব দেবেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও নাজমুল হোসেন শান্ত। টুর্নামেন্টে খেলবেন ৪৫ ক্রিকেটার। ডাবল লিগের প্রত্যেক ম্যাচ হবে দিবারাত্রির। ফাইনাল সরাসরি সম্প্রচার করা হবে টেলিভিশনে।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটের বাইরে। নিয়মিত অনুশীলন করলেও ম্যাচ খেলার সুযোগ হচ্ছিল না। শ্রীলঙ্কা সফর স্থগিত হওয়ায় ম্যাচ প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার অপেক্ষা আরো লম্বা হয়। এজন্য নিজেদের মধ্যে দুইটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ আয়োজন করে টিম ম্যানেজমেন্ট। সেই ধারাবাহিকতায় এবার হচ্ছে ওয়ানডে ফরম্যাটের প্রতিযোগিতা।

১১ অক্টোবর মিরপুরে হবে প্রথম ম্যাচ। পরের ম্যাচ ১৩ অক্টোবর। প্রতি ম্যাচের পর একদিনের রিজার্ভ ডে রাখা হয়েছে। ফাইনাল হবে ২৩ অক্টোবর। পরেরদিন রিজার্ভ ডে।এ টুর্নামেন্ট আয়োজনের জন্য বিসিবি স্পন্সর নিচ্ছে না। নিজেদের ব্যবস্থাপনায় ও খরচে ম্যাচ আয়োজন করবে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন সুজন বৃহস্পতিবার বলেন, ‘বিসিবি প্রেসিডেন্টস কাপ নামে টুর্নামেন্টটি নামকরণ করা হয়েছে। বিসিবির নিজস্ব ব্যবস্থাপনায় সবসময় টুর্নামেন্ট আয়োজন করা হয় এবং স্পন্সরও নেওয়া হয় । কিন্তু এই টুর্নামেন্টের জন্য স্পন্সর নেয়ার কোনো পরিকল্পনা নেই।’

মাহমুদউল্লাহ একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, মুমিনুল হক, মাহমুদুল হাসান, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, এবাদত হোসেন, রুবেল হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, রাকিবুল হাসান, আমিনুল ইসলাম বিপ্লব।

স্ট্যান্ডবাই: আবু হায়দার রনি, সানজামুল ইসলাম ও হাসান মুরাদ।

নাজমুল একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, আফিফ হোসেন, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, পারভেজ হোসেন ঈমন, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, আবু জায়েদ রাহী, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাঈম হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন।

স্ট্যান্ড বাই: সুমন খান, সাদমান ইসলাম ও তানভীর ইসলাম।

তামিম একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, শাহদাত হোসেন, ইয়াসির আলী, আকবর আলী, এনামুল হক বিজয়, সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, মিনহাজুল আবেদিন আফ্রিদি।

স্ট্যান্ডবাই: শফিকুল ইসলাম, মাহিদুল অঙ্কন ও মেহেদী হাসান রানা।