খেলাধুলা

ইতিহাস গড়ে ফ্রেঞ্চ ওপেনের শিরোপা সিয়ানতেকের

প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেছিলেন পোল্যান্ডের নারী টিনেজ টেনিস তারকা ইগা সিয়ানতেকের। আর প্রথমবারেই বাজিমাত ১৯ বছর বয়সী এই টেনিসারের। ইতিহাস গড়ে জিতে নিলেন ফ্রেঞ্চ ওপেনে নারী এককের শিরোপা।

প্রথম পোলিশ নারী টেনিসার হিসেবে জিতেছেন গ্র্যান্ড স্ল্যামের শিরোপা। ফাইনালে আমেরিকান ২১ বছর বয়সী টেনিসার সোফিয়া কেনিনকে সরাসরি ৬-৪, ৬-১ সেটে হারিয়ে শিরোপা জিতেছেন সিয়ানতেক।

সোফিয়া কেনিন চলতি বছরের অস্ট্রেলিয়ান ওপেন জিতে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন। তবে দ্বিতীয় শিরোপা জেতার লড়াইয়ে হার মানলেন র‍্যাংকিংয়ে ৫৪তে থাকা সিয়ানতেকের কাছে।

গ্র্যান্ড স্ল্যামের লড়াইয়ে এর আগে সিয়ানতেকের সর্বোচ্চ সাফল্য ছিল অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ড পর্যন্ত খেলা। তবে এবার চতুর্থ রাউন্ডে সিমোনা হালেপকে হারিয়ে নিজের জানান দিয়ে রেখেছিলেন সিয়ানতেক। অবশেষে জিতলেন অনেক শুরুর প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়।