খেলাধুলা

যে লিংকে দেখা যাবে মাহমুদউল্লাহ-শান্ত একাদশের ম্যাচ

দুপুর দেড়টায় মাঠে গড়াবে তিন দলের ওয়ানডে প্রতিযোগিতা ‘বিসিবি প্রেসিডেন্টস কাপ’। মিরপুর শের-ই-বাংলায় মুখোমুখি হবে মাহমুদউল্লাহ রিয়াদ একাদশ ও নাজমুল হোসেন শান্তর একাদশ।

সীমিত পরিসরের এ প্রতিযোগিতায় খেলছেন জাতীয় দল ও এইচপির ক্রিকেটাররা। তামিম, মাহমুদউল্লাহ ও নাজমুল একাদশ নামে মাঠে নামছেন দেশের শীর্ষ ক্রিকেটাররা। তাদের সঙ্গ দিচ্ছেন একঝাঁক তরুণ খেলোয়াড়। তিন দলের এ লড়াইকে ঘিরে মিরপুর শের-ই-বাংলায় বেশ উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

বিশেষ করে ৫০ ওভারের খেলা মাঠে গড়ানোয় সমর্থকদের মধ্যেও তৈরি হয়েছে উত্তেজনা। জৈব সুরক্ষা বলয়ে চলবে এ টুর্নামেন্ট। এরই মধ্যে ক্রিকেটার, কোচিং স্টাফ ও অফিসিয়ালরা জৈব সুরক্ষা বলয়ে ঢুকে পড়েছেন।

স্টেডিয়ামে দর্শকদের প্রবেশের সুযোগ নেই। তবে তাদের খেলা দেখা থেকে বঞ্চিত করছে না বিসিবি। টুর্নামেন্টের প্রতিটি খেলা ভিডিও স্ট্রিমিংয়ের মাধ্যমে বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে সম্প্রচার করা হবে। এছাড়া বাংলাদেশ বেতারে টুর্নামেন্টের খেলাগুলোর ধারাবিবরণী পাওয়া যাবে।

আটটি ক্যামেরায় ম্যাচগুলো ধারণ করে সম্প্রচার করা হবে। অনলাইনে খেলা দেখা যাবে এই লিংক: www.facebook.com/bcbtigercricket