খেলাধুলা

হারার পর মেসিদের সঙ্গে বলিভিয়ার ধস্তাধস্তি

বিশ্বকাপ বাছাইয়ের অন্যতম কঠিন বাধা পেরোতে সফল আর্জেন্টিনা। উচ্চতার চ্যালেঞ্জকে বুড়ো আঙুল দেখিয়ে বলিভিয়ায় ২-১ গোলে জিতেছে তারা ১৫ বছর পর। লা পাজের এই বিপজ্জনক মাঠে তাদের জয় ভালোভাবে নেয়নি স্বাগতিকরা। ম্যাচ শেষে দুই দলের মধ্যে ধস্তাধস্তি হয়েছে, বিশেষ করে মেসি ও বলিভিয়ার অধিনায়ক মার্সেলো মার্তিন্সের সঙ্গে।

রেফারি ম্যাচ শেষ হওয়ার বাঁশি বাজানোর পর দুই দলে অধিনায়ক মার্তিন্স ও মেসির সঙ্গে ধস্তাধস্তি হয়েছে। তাতে যোগ দেয় বলিভিয়ান কোচিং স্টাফের কয়েকজন। বলিভিয়ার কাছে লা পাজে ৬-১ গোলে আর্জেন্টিনার হারের কথা মনে করিয়ে মেসিকে খোঁচা দেন মার্তিন্স, ‘বোকা! তারা ছয় গোল খেয়েছিল।’ ওখানেই শেষ নয়। বলিভিয়ার আর্জেন্টাইন ফিজিও লুকাস নাভা কী বলছিলেন, তা ক্যামেরা ধরতে পারেনি। তবে তার সঙ্গে রাগান্বিত হয়ে কথা বলেন বার্সা অধিনায়ক।

জানা গেছে, মেসির মাকে নিয়ে কিছু একটা বলেছিলেন নাভা। পরে বলিভিয়ার এই কোচিং স্টাফকে জবাব দেন আর্জেন্টিনা অধিনায়ক, ‘তোমার কী সমস্যা, টেকো? তুমি কেন এমন আদিখ্যেতা দেখাচ্ছ, বোকা? আমার সঙ্গে গায়ে পড়ে ঝামেলা বাধানো ঠিক হচ্ছে না।’

শেষ পর্যন্ত পেরুর রেফারি ডিয়েগো হারোর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। মেসির মেজাজও ঠাণ্ডা হয়। পরে সতীর্থদের সঙ্গে আলিঙ্গন করেন তিনি। কিছুক্ষণ পর সার্জিও আগুয়েরো সোশ্যাল মিডিয়ায় মেসিকে সমর্থন জানিয়ে লেখেন, ‘টেকোটাকে থাপ্পড় মারো, লিও মেসি..।’