খেলাধুলা

আফিফের দুই রানের আক্ষেপ, মুশফিকের ফিফটি

বিসিবি প্রেসিডেন্টস কাপের চতুর্থ ম্যাচে নাজমুল ইসলাম শান্ত একাদশকে টস জিতে ব্যাটিংয়ে পাঠিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদ একাদশ। দুপুর দেড়টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে। ম্যাচটি সরাসরি দেখা যাচ্ছে বিসিবি টাইগার্সের অফিসিয়াল পেইজে। https://www.facebook.com/bcbtigercricket/videos/3004240723015347

কী দুর্দান্ত ইনিংসটাই না খেলছিলেন আফিফ হোসেন! নিশ্চিত শতক হাতছানি দিচ্ছিল এই বাঁহাতি ব্যাটসম্যানকে। আর এক শট দূরেই ছিলেন। কিন্তু তার আগেই সতীর্থ মুশফিকুর রহিমের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউটে কাঁটা পড়ে ফিরলেন।

মাত্র দুই রানের জন্য বিসিবি প্রেসিডেন্টস কাপের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে শতক মিস করলেন আফিফ। ১০৭ বলে ১২ চার ও ১ ছয়ে ৯৮ রানে আউট হওয়ার আগে অবশ্য দলকে ভালো অবস্থানে রেখে গেছেন এই বাঁহাতি। মুশফিকের সঙ্গে গড়েছেন ১৪৭ রানের বিশাল জুটি। আফিফ শতকের আক্ষেপ নিয়ে ফিরলেও আগের ম্যাচের ফর্ম এই ম্যাচেও টেনে নিয়ে এসেছেন মুশফিক।

আরেকটি ফিফটির দেখা পেয়েছেন এই লিটল মাস্টার। দেখে শুনে খেলা মুশফিক ফিফটি ছুঁয়েছেন ইবাদত হোসেনকে বাউন্ডারি হাঁকিয়ে। ম্যাচে মুশফিকের এটিই ছিল প্রথম বাউন্ডারির মার। তবে ফিফটি ছুঁয়ে ফিরেছেন তিনিও। এই মুহূর্তে ইরফান শুক্কুর এবং তৌহিদ হৃদয় নাজমুল একাদশকে এগিয়ে নিচ্ছেন। শেষ খবর পর্যন্ত ৪৩ ওভারে ২০১/৫ সংগ্রহ দলটির। এর আগে টসে হেরে ব্যাটিং করতে নেমে শুরুতে বিপর্যয়ের মুখে পড়ে নাজমুল একাদশ। ইনিংসের দ্বিতীয় ওভারে ৪ বলে ৮ রান করা সৌম্যের বিদায়ে বিপর্যয়ের শুরু। দলীয় রান তখন মাত্র ১৩। অধিনায়ক শান্তও পারেননি ভালো কিছু করতে। দলীয় ২৭ রানে মাত্র ৩ রান করে ফেরেন প্যাভিলিয়নে। দুটি উইকেটই নেন রুবেল হোসেন।

প্রতিযোগিতায় প্রথমবারের মতো মাঠে নামা পারভেজ হোসেন ইমন দারুণ শুরুর প্রত্যাশা জাগিয়ে ব্যর্থ হোন। সুমন খানের বলে দলীয় ৩১ রানে ফেরেন তিনি। তার আগে ২১ বলে ৪ চারে করেন ১৯ রান। ৮ ওভারের মধ্যে তিন উইকেট হারিয়ে দলের বিপর্যয় এড়াতে লড়াই শুরু করেন দলের সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম এবং আফিফ হোসেন ধ্রুব।

টস: মাহমুদউল্লাহ একাদশ (ফিল্ডিং)

নাজমুল একাদশ: ৪৩ ওভার শেষে ২০১/৫ (পারভেজ ১৯, সৌম্য ৮, শান্ত ৩, মুশফিক ৫২, আফিফ ৯৮; রুবেল ২/১০, সুমন ১/২৫)

আজ শুরু হলো দ্বিতীয় লিগের খেলা। ফিরতি লড়াইয়ে তিন দল আবার একে অপরের বিপক্ষে খেলবে। প্রথম লিগে প্রত্যেক দল একটি করে ম্যাচ জিতেছে, একটি করে হেরেছে। এবার শুরু হচ্ছে শিরোপার লড়াই। প্রথম মুখোমুখিতে মাহমুদউল্লাহ একাদশকে স্রেফ উড়িয়ে দিয়েছিল নাজমুল একাদশ। জিতেছিল ৪ উইকেটে। এবার কি প্রতিশোধ নিতে পারবে মাহমুদউল্লাহ একাদশ?

আজকের ম্যাচ হারলে ফাইনালে ওঠার আশা শেষ হবে না কোন দলেরই। তবে কঠিন হয়ে যাবে রাস্তাটা। তবে বিজয়ী দল এগিয়ে যাবে অনেকটাই।

মাহমুদউল্লাহ একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাশ, ইমরুল কায়েস, মুমিনুল হক সৌরভ, কাজী নুরুল হাসান সোহান, সাব্বির রহমান রোমান, মেহেদী হাসান মিরাজ, সুমন খান, রুবেল হোসেন, মাহমুদুল হাসান ও রাকিবুল হাসান। ইবাদাত হোসেন (সুপার সাব)

দলে এসেছেন: মাহমুদুল হাসান।

দলে নেই: আবু হায়দার রনি, আমিনুল ইসলাম বিপ্লব ও নাঈম শেখ।

নাজমুল হোসেন শান্ত একাদশ: নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, পারভেজ হোসেন ঈমন, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, আবু জায়েদ রাহী, নাসুম আহমেদ ও রিশাদ আহমেদ।

দলে এসেছেন: পারভেজ হোসেন ঈমন, আবু জায়েদ রাহী ও নাসুম আহমেদ।

দলে নেই: সাইফ হাসান, মাকিদুল ইসলাম মুগ্ধ, নাঈম হাসান।