খেলাধুলা

‘আইপিএলের ইতিহাসে সেরা ম্যাচ’

এক ম্যাচে ঠিক কতবার রঙ বদলাতে পারে! নাটকীয়তায় ভরপুর হতে পারে! আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স ও কিংস ইলেভেন পাঞ্জাবের মধ্যকার ম্যাচ না দেখলে সেটি বোঝা সম্ভব না। এই ম্যাচের বদৌলতে ক্রিকেট বিশ্ব দ্বিতীয়বারের মতো সুপার ওভার টাই হওয়ার মতো ঘটনা দেখলো। আর তাই ম্যাচ শেষে অজি কিংবদন্তি পেসার ও বর্তমান ধারাভাষ্যকার ব্রেট লি তো বলেই বসলেন, ম্যাচটি আইপিএলের ইতিহাসের সেরা ম্যাচ। তার সঙ্গে সুর মিলিয়েছেন আরও অনেকেই।

দুবাইয়ে রোববার রাতে মুম্বাই ও পাঞ্জাবের মধ্যকার ম্যাচে জেতার মতো অবস্থান থেকে টাই নিয়ে মাঠ ছাড়তে হয় পাঞ্জাবকে। ম্যাচে মুম্বাইয়ের ১৭৬ রান তাড়ায় শেষ ওভারে পাঞ্জাবের প্রয়োজন ছিল ৯ রান। প্রথম দুই বলে পাঁচ রান নেওয়া পাঞ্জাবের দুই ব্যাটসম্যান দীপক হুদা এবং ক্রিস জর্দান শেষ চার বলে চার রান নিতে ব্যর্থ হোন। শেষ বলে জয়ের জন্য ২ রান নিতে গিয়ে রান আউটে জর্দান ফিরলে টাই হয় ম্যাচ।

এরপর দুই দলের মধ্যকার সুপার ওভারে আগে ব্যাট করে মাত্র ৫ রান তুলতে পারে পাঞ্জাব শিবির। অবশ্য এর জন্য সব কৃতিত্ব পাবেন বুমরাহ। অসাধারণ বোলিংয়ে আটকে রাখেন লোকেশ রাহুল, নিকোলাস পুরানদের মতো ব্যাটসম্যানকে। রোহিত, ডি কক, পোলার্ড, হার্দিকের মতো তারকা সম্বলিত মুম্বাইয়ের জয় তখন সময়ের ব্যাপার মনে হচ্ছিল। কিন্তু পাঞ্জাবের মোহাম্মদ শামির ওভার থেকে কেবল ৫টি সিঙ্গেল বের করতে পারেন রোহিত-ডি কক।

মূল ম্যাচের পর সুপার ওভারও টাই। ক্রিকেটের নতুন নিয়মানুযায়ী তাই আরেকটি সুপার ওভারের জন্য মুখোমুখি হতে হয় দুই দলকে। এবার আগে ব্যাট করে মুম্বাই। পাঞ্জাবের ক্রিস জর্ডানের করা ওভার থেকে হার্দিক, পোলার্ড নেয় ১১ রান। আর সেটি তাড়ায় ইউনিভার্স বস গেইল প্রথম বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ নিজেদের দিকে নিয়ে আসে। বোল্টকে পরপর দুই বলে দুই চার মেরে বাকি কাজ সারেন মায়াঙ্ক আগারওয়াল।

এমন রুদ্ধশ্বাস ম্যাচের রেশ অবশ্য এরপরেও রয়ে গেছে। ম্যাচশেষে অসাধারণ এই ম্যাচ নিয়ে টুইটারে নিজের অভিব্যক্তি প্রকাশ করে ব্রেট লি লিখেন, ‘আইপিএলের ইতিহাসের সেরা ম্যাচ।’

২০১৯ বিশ্বকাপে প্রথমবারের মতো সুপার ওভার টাই হওয়ার মতো কীর্তি দেখেছিল দর্শকরা। সেবার বাউন্ডারি নিয়মে ইংল্যান্ডের কাছে হার মানতে হয়েছিল নিউ জিল্যান্ডকে। সেই ম্যাচের কথাই আবার টেনে এনে যুবরাজ লিখেছেন, ‘২০১৯ বিশ্বকাপের ম্যাচটি বেশি ভালো ছিল নাকি আজকের মুম্বাই আর পাঞ্জাবের ম্যাচ? অবিশ্বাস্য সব দৃশ্য! আইপিএল টিকে থাকবে; দুই দলই অসাধারণ করেছে।’

ধারাভাষ্যকার হার্শা ভোগলেও ম্যাচটি নিয়ে বলেছেন, ‘এবারের আইপিএলের সেরা ম্যাচ। সত্যি বলতে, হয়তো সব আসর মিলিয়েই সেরা! দুই দলেরই সুযোগ ছিল, তারা হাতছাড়া করেছে। দুই দলই দারুণ পারফর্ম করেছে এবং সব মিলিয়ে চোখধাঁধানো এক ম্যাচ পেয়েছি আমরা।’