খেলাধুলা

চ্যাম্পিয়নস লিগে বার্সা ফেভারিট নয়: কোমান

গত মৌসুমে বায়ার্ন মিউনিখের কাছে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে বার্সেলোনার ৮-২ গোলে হারার ক্ষত এখনও শুকোয়নি। মঙ্গলবার শুরু হচ্ছে নতুন আসর। নবাগত হাঙ্গেরিয়ান ক্লাব ফেরেন্সভারোসকে ন্যু ক্যাম্পে স্বাগত জানাবে কাতালান জায়ান্টরা। তুলনামূলক সহজ গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষ ডায়নামো কিয়েভ ও জুভেন্টাস। তারপরও চ্যাম্পিয়নস লিগে বার্সাকে ফেভারিট মনে করছেন না কোচ রোনাল্ড কোমান।

গত মৌসুমে লজ্জাজনক হারে বিদায় নেওয়া বার্সা এবারের চ্যাম্পিয়নস লিগ শুরুর আগে বড় ধাক্কা খেয়েছে। শনিবার তারা লা লিগায় গেতাফের কাছে হেরে যায়, যা ছিল বার্সায় কোমানের প্রথম হার। সোমবার সংবাদ সম্মেলনে ডাচ কোচ বলেছেন, ‘বার্সেলোনায় শিরোপা জেতার জন্য আপনাকে খেলতে হবে। সেটা হোক ঘরোয়া কিংবা ইউরোপে। কিন্তু সেখানে আরও শক্তিশালী দল আছে এবং আপনাকে সামর্থ্যের প্রমাণ দিতে হবে। যা ঘটেছে (ক্লাবে), এরপর আমরা ফেভারিট নই। কিন্তু আমরা অনেক দূর যেতে পারি।’

ফেরেন্সভারোস প্রথমবার চ্যাম্পিয়নস লিগে। কাগজে কলমে বার্সেলোনার সঙ্গে আকাশ-পাতাল তফাৎ তাদের। কিন্তু তাদের হালকা চোখে দেখছেন না কোমান, ‘আমরা একটি জটিল দলকে (মুখোমুখি হতে) প্রত্যাশা করছি। এখন আর কোনও সহজ খেলা নেই। আমাদের সুযোগ তৈরি করতে হবে।’

কিয়েভ ও জুভেন্টাসকে নিয়েও সতর্ক বার্সা কোচ, ‘আমাদের সব প্রতিপক্ষকে বিশ্লেষণ করেছি এবং তাদের প্রত্যেককে সমীহ করি। তারা রক্ষণে দক্ষ এবং আক্রমণেও গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা আছে।’ গত মৌসুমে বার্সেলোনার ব্যর্থতা নিয়ে কোনও উত্তর দেননি কোমান, ‘আমি জানি না কী হয়েছিল। আমি এখানে ছিলাম না। এই মৌসুমে আমরা যদি ব্যর্থ হই, তখন উত্তর দিতে পারবো।’

গেতাফের কাছে হারের পর এক সপ্তাহের ব্যবধানে দুটি ম্যাচ খেলবে বার্সেলোনা। ফেরেন্সভারোসের পর ন্যু ক্যাম্পে ২৮ অক্টোবর মৌসুমের প্রথম এল ক্লাসিকো। এনিয়ে কোমান বলেছেন, ‘হারের পর জয় গুরুত্বপূর্ণ। প্রতিপক্ষের নামের কারণে কিছু ম্যাচ নিয়ে অনেক বেশি আকর্ষণ থাকে সবসময়। কিন্তু ম্যাচ ধরে ধরে খেলতে চাই আমরা। এটা আমাদের প্রথম চ্যাম্পিয়নস লিগ ম্যাচ, আমরা হোম ও অ্যাওয়ে ম্যাচ জিততে চাই। কালকের ম্যাচ নিয়ে আশাবাদী পুরো দল।’

বার্সেলোনায় দায়িত্ব পালন করার চাপ ভালো টের পাাচ্ছেন ডাচ কোচ। কিন্তু আত্মবিশ্বাসের কমতি নেই কোমানের মনে, ‘একজন বার্সেলোনা খেলোয়াড় কিংবা কোচ যাই হোন না কেন, সবসময় জেতার চাপ থাকে। আমরা পরিস্থিতি জানি এবং মাঠের বাইরের কিছু ব্যাপার থাকে, সেগুলো তো আর বদলানো যায় না।’