খেলাধুলা

ব্রাভোর চোটে ভাগ্য খুললো শেফার্ডের

আইপিএলের মাঝপথে চোটে প্রতিযোগিতাটি থেকে ছিটকে পড়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে কুচকির ইনজুরিতে পড়েন তিনি। ফলে চেন্নাই সুপার কিংস শিবির ছেড়ে নিজ দেশে পাড়ি জমিয়েছেন ব্রাভো।

তবে কেবল আইপিএল নয় ওয়েস্ট ইন্ডিজের আসন্ন নিউ জিল্যান্ডের সফর থেকেও ছিটকে পড়েছেন ৩৬ বছর বয়সী এই পেসার অলরাউন্ডার। আর এই চ্যাম্পিয়ন বোলারের চোটে ভাগ্য খুলে গেছে ক্যারিবিয়ান পেসার রোমারিও শেফার্ডের। ব্রাভোর জায়গায় টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পেয়েছে শেফার্ড। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকে ব্রাভোর কাছ থেকে ক্যাপ পেয়েছেন শেফার্ড।

চোটে নিউ জিল্যান্ড সফর থেকে বাদ পড়ে হতাশা প্রকাশ করে ব্রাভো বলেছেন, ‘গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর জাতীয় দলের জার্সি গায়ে জড়াইনি। তাই আমি নিউ জিল্যান্ডের বিপক্ষে খেলতে মুখিয়ে ছিলাম। আগামী বছর হতে যাওয়া বিশ্বকাপে আমাদের শিরোপা ধরে রাখতে আমরা সবাই প্রস্তুত।’

‘দূর্ভাগ্যবশত চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে নেমে ইনজুরিতে পড়লাম। এটি শুধু আইপিএল নয়, আমার নিউ জিল্যান্ড সফরও শেষ করে দিয়েছে। ত্রিনিদাদে আমি আমার পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবো। ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলার জন্য আমি বদ্ধ পরিকর। আরও ভালোভাবে ফিরে আসব আমি।’

এদিকে ব্রাভোর বদলে সুযোগ পাওয়া রোমারিও শেফার্ড এমন সুযোগ পেয়ে উচ্ছ্বসিত। এই পেসার বলেন, ‘এটা আমার জন্য অনেক বড় একটা সুযোগ, যা আমি দুই হাতে লুফে নিতে চাই। আমি এর আগেও দলে ছিলাম, তাই আবহটা জানি। এ সফরের জন্য প্রস্তুত আছি।’

সর্বশেষ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে ২৩.১৬ গড়ে ৬ উইকেট শিকার করেছেন শেফার্ড। গত বছরের নভেম্বরে আফগানিস্তানের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে শেফার্ডের। এখনও পর্যন্ত খেলেছেন ৫টি ওয়ানডে ও ২ টি-টোয়েন্টি ম্যাচ।