খেলাধুলা

রোহিত কেন নেই, ব্যাখ্যা দিলেন শাস্ত্রী

আইপিএলে হ্যামস্ট্রিং চোট পাওয়ার কারণে অস্ট্রেলিয়া সফরের দলে জায়গা করতে পারেননি ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মা। যেদিন দল ঘোষণা করা হলো, ওই দিন মুম্বাই ইন্ডিয়ান্সের নেটে স্বতঃস্ফূর্ত ব্যাটিং করতে দেখা গেছে তাকে। তাতে এই ডানহাতি ব্যাটসম্যানের বাদ পড়ার কারণ নিয়ে নানা গুঞ্জন উঠেছে। রোহিত কেন নেই, এনিয়ে ধোঁয়াশা দূর করলেন ভারতের কোচ রবি শাস্ত্রী।

রোহিত আবারও চোটে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে এবং তাকে মাঠে ফেরার জন্য তাড়াহুড়ো না করতে পরামর্শ দেওয়া হয়েছে। ভারতীয় ব্যাটসম্যানের মেডিক্যাল রিপোর্টে এমন তথ্য উঠে এসেছে বললেন শাস্ত্রী। চিকিৎসকদের পরামর্শ মেনে নির্বাচকরা রেকর্ড তিনটি ওয়ানডে ডাবল সেঞ্চুরির মালিককে রাখেননি। 

ভারতের ৫৮ বছর বয়সী কোচ বলেছেন, ‘মেডিক্যালের দায়িত্বে যারা আছেন তাদের পর্যবেক্ষণকে প্রাধান্য দেওয়া হয়েছে। আমরা এতে সংশ্লিষ্ট নই। তারা নির্বাচকদের কাছে একটি রিপোর্ট জমা দিয়েছেন এবং তারা তাদের কাজটা করেছেন।’ টাইমস নাওকে শাস্ত্রী আরও বলেছেন, ‘আমার কিছু বলার নেই, আমি দল বাছাইয়ে থাকি না। আমি যতটুকু জানি, মেডিক্যাল রিপোর্ট বলেছে যদি সে নিজের প্রতি যত্নবান না হয় তাহলে আবারও চোটের ঝুঁকিতে রয়েছে।’

২৭ নভেম্বর ওয়ানডে দিয়ে শুরু হওয়া এই সফরে অভিজ্ঞ পেসার ইশান্ত শর্মাকেও পাবে না ভারত। দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার সময় আইপিএলে চোট পান তিনি। তার ও রোহিতের অভাব এই সফরে দল বোধ করবে বলে জানানন শাস্ত্রী, ‘অস্ট্রেলিয়ায় ইশান্ত ও রোহিতের অভাব বোধ করবো আমরা। নিউ জিল্যান্ডেও তাদের অনেক মনে পড়েছিল। শেষবার (অস্ট্রেলিয়ায়) আমাদের জয়ে বড় ভূমিকা রেখেছিল ইশান্ত এবং রোহিত দক্ষিণ আফ্রিকায় (গত বছর) দারুণ খেলেছিল। আমাদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপসের পয়েন্ট টেবিলের শীর্ষে রাখতে তাদের অবদান অনেক।’