খেলাধুলা

মেসির নিবেদন নিয়ে সংশয় নেই বার্সা কোচের

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিওনেল মেসির একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে বার্সেলোনা অধিনায়ক হাঁটছেন, যদিও তার সামনে প্রতিপক্ষ দিনামো কিয়েভের ফুটবলার বল পায়ে ছুটছিলেন। ম্যাচটি বার্সা ২-১ গোলে জিতলেও এ ভিডিও সামনে এনে অনেকে মেসির নিবেদন নিয়ে প্রশ্ন তুলছে। তবে কাতালান কোচ রোনাল্ড কোমান মেসির এমন ভিডিও নিয়ে একদমই বিব্রত নন বলে জানিয়েছেন। এমনকি মেসির নিবেদন নিয়েও কোনো সংশয় নেই এই ডাচ কোচের।

মেসির নিবেদন নিয়ে সাংবাদিকরা কোমানকে সে ভিডিও নিয়ে প্রশ্ন তুলতেই এই ডাচ কোচ বলেন, ‘আমার মনে হয় না, এটা নিয়ে বলার দরকার আছে। যে কোনো খেলোয়াড়ের হাঁটার সময়ের ছবি তোলা যায়। আমি এটি দেখিনি, দেখার আগ্রহও নেই। আমার দৃষ্টিতে সবকিছু ঠিক ছিল। এই বিষয়ে যদি কেউ বিতর্কে যেতে চায়, যেতে পারে, কিন্তু এতে আমি একমত নই।’

এরপর তিনি কিছুটা ক্ষোভ ঝেড়ে আরও যোগ করেন, ‘ছবি যে কারো থাকতে পারে। আমি যখন বসে থাকি কিংবা হতাশা প্রকাশ করি তখন আমার ছবি তোলে। মনে হচ্ছে নিজেদের কাজের চেয়ে এখন আমাদের ছবির ব্যাপারে বেশি মনোযোগ দিতে হবে।’

এদিকে চলতি মৌসুমে মেসি এখন পর্যন্ত নয় ম্যাচে করেছেন মাত্র ৪ গোল। যার সবগুলোই পেনাল্টি থেকে। এরমধ্যে লা লিগায় ৬ ম্যাচে পেয়েছে কেবল ১ গোল। কিন্তু এসব দিয়ে মেসিকে বিশ্লেষণ করা যাবে না বলে মনে করেন কোমান। তিনি মনে করেন, মেসি এখনো ম্যাচ নির্ধারক যেকোনো খেলায়।

এই ডাচ কোচের ভাষ্য, ‘মেসি উঁচুমানের খেলোয়াড়। এটা আমাদের আক্রমণাত্মক খেলার জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি জানি, সে কেবল পেনাল্টি থেকে গোল করেছে। কিন্তু সে সব সময় ব্যবধান গড়ে দেয়, এমনটা দেখতেই আমরা অভ্যস্ত। আমি মনে করি, এখনও সে পুরোপুরি ম্যাচে ফল নির্ধারক।’

মেসিকে নিয়ে কোমান আরও যোগ করেন, ‘সে খেলাটা উপভোগ করছে। অন্য যে কোনো খেলোয়াড়ের মতোই সে একজন বিজয়ী। এমন কঠিন সময় আসতে পারে যখন বল জালে যায় না। তবে মেসি গোলের জন্য সবসময় চেষ্টা করে যাচ্ছে।’