খেলাধুলা

দ্বিতীয় ম্যাচে আরও বড় জয় চান বাংলাদেশের কোচ

নেপালকে ২-০ গোলে হারিয়ে দারুণ খুশি বাংলাদেশের কোচ জেমি ডে। দীর্ঘদিন পর শিষ্যরা ভালোমানের ফুটবল উপহার দিয়েছেন বলে মন্তব্য করেছেন এই ইংলিশ কোচ। নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও একই ধারাবাহিকতা ধরে রাখার আশ্বাস নিয়েছেন ইংলিশ কোচ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জেমি ডে বলেন, ‘আমি ছেলেদের পারফরম্যান্সে তৃপ্ত। ম্যাচটা ততটাও সহজ ছিল না। নেপাল আগ্রাসন দেখিয়েছে যথেষ্ট। তবুও আমরা জিতে শেষ করেছি। যেটা সব সময়ই আনন্দ দেয়। উন্নতির শেষ নেই। আমরা সামনেও ভালো করবো সেই আত্মবিশ্বাস রয়েছে। সামনের কয়েকটি দিন আমাদের ঝালাইয়ের সুযোগ পাচ্ছি। এরপর ১৭ তারিখ দ্বিতীয় ম্যাচ খেলতে নামবো।’

দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে জয় পাওয়ায় বাংলাদেশের জয়ের ক্ষুধা আরও বেড়ে বলে মনে করছেন জেমি ডে। তার ভাষ্য, ‘অবশ্যই আমাদের জয়ের ক্ষুধা বেড়েছে। সামনে আরও উন্নতি করতে চাই। এ জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’

ম্যাচের শুরুতে জীবনের গোলে বাংলাদেশ এগিয়ে যায়। শেষে সুফিলের গোলে বাংলাদেশ লিড বাড়ায়। শেষ পর্যন্ত জয় পায় ২-০ গোলে। ম্যাচে বাংলাদেশ আরো গোল পেতে পারত বলে মনে করছেন জেমি ডে, ‘আমরা ভালো করেছি। অনন্ত তিনটি ম্যাচ গোল করা যেত।’

ফিটনেস পরীক্ষা খুব একটা নিতে পারেননি জেমি ডে। অধিনায়ক জামাল ভূঁইয়াসহ একাধিক ফ্রন্টলাইনের খেলোয়াড়কে বিশ্রামে পাঠিয়েছেন প্রথমার্ধের পরপরই। দ্বিতীয়র্ধের শুরুর পরও খেলোয়াড় অদলবদল করেছেন। দীর্ঘ দশ মাস পর শিষ্যদের মাঠে নামিয়ে পুরো সময় পরীক্ষায় না পাঠিয়ে ভালো পদক্ষেপ নিয়েছেন বলে মনে করছেন জেমি ডে। তার ভাষ্য, ‘বুঝতে হবে আমরা কতদিন পর ফিরেছি। আবার সামনে আমাদের কতটা ব্যস্ত সূচি রয়েছে। প্রত্যেককে ফিট রাখা আমার দায়িত্ব। ওদের পরীক্ষা নেওয়া যতটা জরুরী তাদের বিশ্রামে রাখাও ততটা জরুরী। খেলোয়াদ অদলবদলের সিদ্ধান্ত অবশ্যই ভালো ছিল।’