খেলাধুলা

ম্যাচটি ফাইনালের মতো, জিততেই হবে: জামাল

বাংলাদেশ জাতীয় ফুটবল দল সর্বশেষ টানা দুই ম্যাচ জিতেছে ২০১৮ সালের সাফ চ্যাম্পিয়নশিপে। এরপর নেপালের বিপক্ষে দেখেছে ২-০ গোলের পরাজয়। আজ (মঙ্গলবার) সেই নেপালের বিপক্ষে আবারও টানা দ্বিতীয় ম্যাচ জেতার লক্ষ্য নিয়ে মাঠে নামতে যাচ্ছে অধিনায়ক জামাল ভূঁইয়া এবং তার দল। নেপালের বিপক্ষে ঘরের মাঠে দ্বিতীয় প্রীতি ম্যাচে জয় ছাড়া বিকল্প কিছুই ভাবছে না বাংলাদেশ অধিনায়ক জামাল। এদিকে নেপাল অধিনায়ক কিরণ চেমজংও আশা করছেন জয়ের। তবে কঠিন এক ম্যাচের প্রত্যাশা করছে সফরকারীরা।

মুজিববর্ষ ফিফা আন্তর্জাতিক ফুটবল সিরিজের দ্বিতীয় প্রীতি ম্যাচে আজ বিকাল ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-নেপাল। ইতিমধ্যে প্রথম ফিফা প্রীতি ম্যাচে ২-০ গোলে জিতে মানসিকভাবে আত্মবিশ্বাসে এগিয়ে আছে স্বাগতিক বাংলাদেশ। আজকের দ্বিতীয় ও শেষ ম্যাচটি ড্র বা জিতলেই সিরিজটি জিতে যাবে জেমি ডে’র শিষ্যরা।

ড্র নয় বরং জয়ের জন্য মাঠে নামবে জামাল ভূঁইয়ারা। ম্যাচের আগের দিনের সংবাদ সম্মেলনে জামাল সংবাদমাধ্যমকে জিততেই হবে জানিয়ে বলেন, ‘ম্যাচটি ফাইনালের মতো। জিতলে বাংলাদেশের ফুটবলের জন্য খুবই ভালো। সুতরাং আমাদের জিততেই হবে।’

এদিকে আগের ম্যাচে কাঙ্খিত জয় পেলেও নিজেদের পারফরম্যান্স আশানুরূপ ছিলো না বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক। প্রথমার্ধে আধিপত্য ধরে রাখলেও পুরো ম্যাচ জুড়ে সেটি ধরে রাখতে পারেনি জীবন, সুফিল, তপু বর্মণরা।

তাই আজকের ম্যাচে পুরো ৯০ মিনিটই আধিপত্য রেখে খেলতে চান জানিয়ে ৩০ বছর বয়সী জামাল বলেন, ‘প্রথম ম্যাচে আমরা প্রথমার্ধে ভালো খেলেছি। দ্বিতীয়ার্ধে আমি ১০/১৫ মিনিট খেলেছি। শুরুতে ভালো করলেও আমরা শেষটায় ভুগেছি। কিন্তু আমাদের পুরো ম্যাচেই ভালো খেলতে হবে। ৯০ মিনিটের পুরোটাই আধিপত্য ধরে রাখতে হবে।’

এদিকে শেষ ম্যাচে স্বাগতিকরা কোচ হিসেবে পাবেন না জেমি ডেকে। করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশের এই ইংলিশ কোচ। গতকাল বিকেলে সর্বশেষ টেস্টেও পজিটিভ রিপোর্ট এসেছে তার। তবে কোচের অনুপস্থিতিতে ফোকাস নষ্ট হবে না বলে মনে করছেন জামাল।

বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘ডাগ আউট তাকে পাবো না আমরা। তারপরও তার অনুপস্থিতির প্রভাব পড়বে না দলে। তার অধীনে দীর্ঘদিন আমরা ট্রেনিং করেছি। সেগুলো অবশ্যই আমাদের সঙ্গে আছে। নিজেদের কাজগুলো ঠিকমতো করতে পারলে ভালো হবে।’

এদিকে জয়ের আশা করছেন নেপাল অধিনায়ক চেমজংও। দল তিন দিন প্রস্তুতি নিতে পেরেছে বলে ঘুরে দাঁড়ানোর আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। গতকাল সংবাদ সম্মেলনে চেমজং বলেন, ‘ম্যাচটি কঠিন হতে যাচ্ছে উভয় দলের জন্যই। আমরা অবশ্যই জয়ের জন্য নামবো মাঠে। এই ম্যাচের আগে আমরা তিন দিন প্রস্তুতি নেয়ার সময় পেয়েছি।’

নেপালের বিপক্ষে টানা তিন হারের পর জয় পাওয়া বাংলাদেশ কী ধরে রাখতে পারবে জয়ের ধারাবাহিকতা? আবার আনন্দে ভাসাতে পারবে ফুটবল প্রেমীদের? বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কী আবার লাল-সবুজের আনন্দের জোয়ার দেখা যাবে? টানা দ্বিতীয় জয়ে সিরিজ নিজেদের করে নিবে তো জামালরা? সব প্রশ্নের উত্তর মিলবে আজ বিকেলেই।