খেলাধুলা

একজনের করোনায় আইসোলেশনে তিন দ. আফ্রিকান ক্রিকেটার

ইংল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজের এক সপ্তাহ আগে করোনাভাইরাস হানা দিয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ক্যাম্পে। তাদের এক খেলোয়াড় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং তার সংস্পর্শে যাওয়া আরও দুই সতীর্থকে নিয়ে ওই ক্রিকেটার আইসোলেশনে গেছেন।

তিন ক্রিকেটারের পরিচয় গোপন রেখেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। তাদের কারও মাঝে উপসর্গ দেখা যায়নি এবং ক্রিকেট দক্ষিণ আফ্রিকা মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে রয়েছেন বলে এক বিবৃতি দিয়েছে সিএসএ।

কোভিড-১৯ প্রটোকল অনুযায়ী তাৎক্ষণিকভাবে ওই তিনজনকে কেপ টাউনে আইসোলেশনে নেওয়া হয়েছে। সিএসএ নিশ্চিত করেছে, ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সীমিত ওভারের সিরিজের জন্য কেপ টাউনে খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের জৈব সুরক্ষা বলয়ে নেওয়ার আগে সর্বোচ্চ ৫০টি পিসিআর টেস্ট করা হয়েছে। 

ইংল্যান্ডের বিপক্ষে আইসোলেশনে থাকা খেলোয়াড়দের বদলি হিসেবে দুজনকে নেওয়া হবে বলে বোর্ড জানিয়েছে।

আগামী ২৭ নভেম্বর কেপ টাউনের নিউল্যান্ডসে হবে প্রথম টি-টোয়েন্টি। তিন ম্যাচের এই সিরিজ শেষে সমান সংখ্যক ওয়ানডে খেলবে দুই দল, যা শুরু হবে ৪ ডিসেম্বর। ছয়টি ম্যাচই হবে নিউল্যান্ডস ও পার্লের বোল্যান্ড পার্কে।

এদিকে দক্ষিণ আফ্রিকায় পা রাখা ইংল্যান্ড দলের প্রত্যেকের করোনা পরীক্ষার ফল নেগেটিভ হয়েছে বলে জানা গেছে।